বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ,মজলিসে শূরার সদস্য ও থানা আমীর আমির হোসেন বলেছেন, কোন ষড়যন্ত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর অর্জনকে ধবংস করতে পারবেনা। ইসলামী আন্দোলনের কর্মীদের সাংগঠনিক দায়িত্ব পালনের পাশাপাশি আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে।
৭ ডিসেম্বর ( রোববার) ৩৩নং ফিরিঈী বাজার ওয়ার্ডের উদ্যোগে অনুষ্ঠিত কমী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালী থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ছাত্রশিবিরের সাবেক ছাত্রনেতা আ ন ম জোবায়ের।
৩৩ নং ফিরিঈী বাজার ওয়ার্ড আমীর কামাল উদ্দীনের সভাপতিত্বে ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ হানিফের পরিচালনায় কমী সমাবেশ অনুষ্ঠানত হয়। এতে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ডের নায়েবে আমীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী, কাজী মাহবুব রহমান, মাঈন উদ্দীন খন্দকার, শফিক আহমদ,আরিফুল ইসলাম, কাজী শাহেদ আলী, ওয়াসী উদ্দীন আনচারী ও অন্যান্য নেতৃবৃন্দ।