চট্টগ্রামে ইশমাম শাহরিয়ার নামে পতেঙ্গা থানার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
আজ ২৫ ডিসেম্বর বুধবার নগরীর কাজির দেউড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুক-আউট রেস্টুরেন্ট থেকে ইশমাম শাহরিয়ার নামে পতেঙ্গা থানা ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।