চট্টগ্রাম মহানগরীর আকবরশাহ থানাধীন সিডিএ আবাসিকের পাশে পদ্মপুকুরপাড় এলাকায় আগুনে পুড়ে গেছে কয়েকটি ফার্নিচার তৈরির গোডাউন ও গাড়ির গ্যারেজ।
সিডিএ ১ নম্বর আবাসিকের পাশে পদ্মপুকুর নামের একটি বড় পুকুর ভরাট করে কয়েকটি আবাসিক ভবন, ফার্নিচার ফ্যাক্টরি ও গাড়ির গ্যারেজ করা হয়েছে। সেখানে ফার্নিচার ফ্যাক্টরি ও গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন লেগেছে।রবিবার দিবাগত রাত দুইটার দিকে এই আগুনের ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড়ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেছে।রাত তিনটার দিকে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনীর একটি টিম।
স্থানীয়রা জানায়, ফার্নিচার গোডাউন থেকে লাগা আগুন পার্শ্ববর্তী আবাসিক ভবনে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন।
দমকল বাহিনীর নগরীর আগ্রাবাদ শাখার স্টেশন অফিসার খান মোহাম্মদ খলিলুর রহমান বলেন, সম্ভবত ফার্নিচার তৈরির কেমিক্যাল থেকে আগুন সূত্রপাত হয়েছে। আগুনে তিনটি ফার্নিচার তৈরির কারখানা।
এছাড়া লাভলী মেনশন ও জামসেদ সাহেবের বহুতল ভবনের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।