চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নাজিম উদ্দিন হায়দারকে পুলিশ আটক করেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী থানা পুলিশের একটি দল উপজেলার চরলক্ষ্যা নিমতলা এলাকা থেকে তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
পুলিশ জানায়, চরলক্ষ্যা এলাকায় এক ব্যাংক ম্যানেজারের সঙ্গে কথোপকথনে লিপ্ত ছিলেন যুবলীগ সভাপতি নাজিম উদ্দিন। খবর পাওয়ার পর পুলিশ তাকে আটক করে। অপর এক নির্ভরযোগ্য সূত্রের দাবি, নাজিম উদ্দিন সেখানে যুবলীগের আরেক নেতার সঙ্গে মাটি কাটার ব্যবসা সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে গিয়েছিলেন।
আটককৃত নাজিম উদ্দিন বর্তমানে কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আছেন এবং অতীতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ৫ আগস্টের পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গেল বছরের ৪ আগস্ট চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে তার নাম উঠে আসে।
ওসি মুহাম্মদ শরীফ জানান, তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম বলেন, কর্ণফুলী থানার পুলিশ নাজিম উদ্দিন নামে একজনকে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে কী ধরনের মামলা রয়েছে, তা যাচাই করা হচ্ছে। মামলা যাচাই শেষে তাকে গ্রেপ্তার দেখানো হবে।