চট্টগ্রাম আদালত ভবন থেকে এক হাজার ৯১১টি মামলার নথির (কেস ডকেট বা সিডি) গায়েবের ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার একটি ভাঙ্গারি দোকান থেকে চুরি হয়ে যাওয়া ৯ বস্তা নথি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) শাকিলা সোলতানা। তিনি বলেন,আটক ব্যাক্তি আদালত ভবন এলাকায় চা বিক্রি করতো সে ১৬ টাকা কেজি দরে নথিগুলো বিক্রি করে দেয়।
জানা যায়, গত ৫ জানুয়ারি চট্টগ্রাম আদালত ভবনের তৃতীয় তলার বারান্দায় প্রায় দুই বছর ধরে রক্ষিত ১৯১১টি কেস ডকেট চুরি হয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া কোতোয়ালি থানায় একটি জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, হত্যা, মাদক, চোরাচালান, অস্ত্র ও বিস্ফোরকসহ প্রায় ১৯১১টি মামলার নথি খুঁজে পাওয়া যাচ্ছে না। মহানগর পিপির এখতিয়ারে থাকা অন্তত ৩০টি আদালতে চলমান মামলার নথি এগুলো। হত্যা, মাদক, চোরাচালান, বিস্ফোরণসহ বিভিন্ন মামলার এসব নথি বিচারিক কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ । চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা-স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যাল