বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বিএনপি কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন এর পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর বায়োজিদ থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শেরশাহ বাংলাবাজার চত্বরে কম্বল বিতরণ ও আলোচনা সবাই সভাপতিত্ব করেন বায়োজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হযরত মুহাম্মদ আলতাব হোসেনের সভাপতিত্বে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক আলহাজ্ব সৈয়দ আজম উদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বিশেষ অতিথি: আজিজ উদ্দিন মিন্টু সদস্য, জাতীয়তাবাদী শ্রমিক দল, কেন্দ্রীয় কমিটি।বিশেষ অতিথি: মোহাম্মদ মকবুল হোসেন সাবেক সহ-সভাপতি, বায়েজিদ থানা বিএনপি।বিশেষ অতিথি: মোঃ কামরুল হাসান কৃষি বিষয়ক সম্পাদক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল।
মোঃ সোহাগ গাজি সিনিয়র সদস্য, বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দল। এতে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ দাউদ ইসলাম মোহাম্মদ ফয়েজ আহাম্মদ স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রনি,জাহাঙ্গীর আলম, ডাক্তার জহির উদ্দিন, মোহাম্মদ আবদুস সোবাহান, মোঃ রাসেল ফরাজী,মোহাম্মদ লিটন , আলামিন হৃদয়। প্রধান অতিথি সৈয়দ আজম উদ্দিন বলেন বলেন বিএনপি হচ্ছে সাধারণ জনগণের দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে খাল খনন,শিল্প প্রতিষ্ঠান স্থাপন বিদেশের শ্রমিক প্রেরণ দেশে কর্মসংস্থানের সুব্যবস্থা করা এগুলি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণীয় অবদান। দেশের মানুষ স্বাধীনতার ঘোষক ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার হিসেবে সারা জীবন মনে রাখবে। বিগত দুঃসময়ে এই দল জনগণের মধ্যে দিয়ে বেঁচে ছিল এবং আগামীতেও আপনাদের ভোটে জনগণের ভোটে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। প্রধান বক্তা ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন ৫আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে যেই স্বাধীনতা অর্জিত হয়েছে সেই স্বাধীনতাকে একটি মহল ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অপরিকল্পিত পরিস্থিতি সৃষ্টি করতেছে। এবং কিছু অনুপ্রবেশকারী ও হাইব্রিড দলের নাম ভাঙ্গিয়ে দলের ভাব মূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছে। অতীতে যারা এই অঞ্চলে একটি মিছিল করার সাহস করে নাই তারাই এখন দলের নাম ভাঙ্গিয়ে জনগণের কাছে বিএনপিকে ছোট করার চেষ্টা করছে। আওয়ামী লীগের সময় এক ভাই আওয়ামী লীগ অন্য সময় আরেক ভাই বিএনপি করে অপকর্ম করার মধ্য দিয়ে বিএনপি’র বদনাম ছড়ানোর চেষ্টা করছে তা হতে দেওয়া যাবে না।