ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে নাঃ ফখরুল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

অন্তর্বর্তী সরকার বেশকিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থা বিরাজমান থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ’৬৯ এর গণঅভ্যুত্থানে শহিদ আসাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনটা জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, একটি বিষয়ে সবাই একমত যে, দেশে নির্বাচন হওয়া দরকার। নির্বাচন যে শুধু একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য তা নয়, গণতান্ত্রিক একটি ব্যবস্থা নির্ধারণের জন্য নির্বাচনের মধ্যদিয়ে একটি পথ সৃষ্টি করা। একটি দরজা পার হওয়া।

বিএনপি মহাসচিব বলেন, আজকে প্রশ্ন রয়েছে সব সংস্কারগুলো করে নির্বাচনে যাওয়া নিয়ে, তাহলে কী আমরা ৪-৫ বছর ধরে অপেক্ষা করবো বা যতদিন সংস্কারগুলো শেষ না হয়, ততদিন জনগণ অপেক্ষা করবে? তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে?

অনেক বছর মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। নির্বাচন দ্রুত না হলে জনগণের চাহিদা পূরণ হবে না উল্লেখ করে তিনি বলেন, আগে যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাতেই সচিবালয় থেকে শুরু করে সবখানে সেভাবেই চলছে। স্কুল-কলেজে সেরকম লেখাপড়া হচ্ছে না। প্রায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো। এ সময় পরিবর্তন এত অল্প সময়ে সম্ভব নয় বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার বেশকিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না। অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার প্রয়োজন হতে পারে। এ জন্য আমরা বলেছি, দ্রুত নির্বাচন হওয়া দরকার। দ্রুত নির্বাচন হলে যে দল ক্ষমতায় আসবে, যে কমিটমেন্টগুলো (প্রতিশ্রুতি) থাকবে, তারা সেগুলো পালন করার চেষ্টা করবে। এ ক্ষেত্রে তারা অবশ্যই দায়বদ্ধ থাকবে। আমরা আশা করি, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা পালন করবে এবং দেশের সংকটকালে এই সংকট উত্তরণে তারা কাজ করবেন।

সর্বশেষ

ডিসেম্বরে নির্বাচন হতে পারেঃ প্রধান উপদেষ্টা

ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

প্রযুক্তিগত সুবিধায় ভবিষ্যতে বিচার ব্যবস্থা আরো সুদৃঢ় হবেঃ প্রধান বিচারপতি

ইসরায়েলিদের চিকিৎসা দিতে অস্বীকৃতি, অস্ট্রেলিয়ায় দুই স্বাস্থ্যকর্মী বরখাস্ত

ইসলামিক দেশগুলোতে কবে থেকে রোজা শুরু, জানাল আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র

মসজিদে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print