ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘ফ্রেন্ডস’ তারকা জেনিফারের সঙ্গে ওবামার প্রেমের গুঞ্জন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

‘ফ্রেন্ডস’ ভক্তদের প্রিয় চরিত্রের একটি রেচেল গ্রিন। এই চরিত্রে অভিনয় করেছিলেন জেনিফার অ্যানিস্টন। তার অভিনয় আর কথা বলার ধরণ মুগ্ধ করেছিল দর্শককে। আজও ‘ফ্রেন্ডস’ সিরিজের ভক্তদের সংখ্যা বেড়েই চলেছে। তাই ছোট-বড় সবার কাছেই পরিচিত মুখ জেনিফার। তবে এবার এসব ছাপিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় এই অভিনেত্রী।

ইয়নের প্রতিবেদন থেকে জানা যায়, রাজনীতির পাশাপাশি রুপালি দুনিয়ার সঙ্গেও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার যোগাযোগ আছে। আর সেই সূত্র ধরেই জেনিফার অ্যানিস্টনের সঙ্গে তার বন্ধুত্ব। এবার ওবামার সঙ্গে জেনিফারের প্রেমের গুঞ্জন চলছে। এমনকি প্রেমের কারণেই নাকি ওবামা স্ত্রী মিশেলের সঙ্গে দাম্পত্যে ইতি টানতে চলেছেন।

কয়েকবছর আগে একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দেন জেনিফার। সেখানে তাকে বিভিন্ন প্রশ্ন করা হয়। সেখানে জেনিফার জানান তার সঙ্গে বারাক ওবামার সঙ্গে তার অনেক ভালো সম্পর্ক। অভিনেত্রী জানান, কেবল ওবামার সঙ্গে নয় তার স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে।

তিনি আরো বলেছিলেন, আমি মিশেলকে বারাকের থেকেও বেশি চিনি। সেই সময়েই এ কথা ভাইরাল হয়েছিল। সম্প্রতি, বারাক-মিশেলের বিচ্ছেদের গুঞ্জন ছড়াতেই নতুন করে অভিনেত্রীর সেই সাক্ষাৎকার আবারও চর্চায়।

আর এবার প্রেমের গুঞ্জনের বিষয়ে জেনিফার কথা বলেছেন। অভিনেত্রী বলেন, শুনেছি, আমার আর বারাকের সম্পর্ক নিয়ে নাকি চর্চা চলছে। আমি একটু রাগ করিনি। জানি তো, কী করে গুঞ্জন জন্ম নেয়।

অন্যদিকে, ২০ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডনাল্ড ট্রাম্প। সেই শপথগ্রহণ অনুষ্ঠানে বারাক ওবামা থাকলেও আসেননি তার স্ত্রী মিশেল ওবামা। বরাবরই প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিরা উপস্থিত থাকেন। তবে এবার এমনটা না হওয়ার বারাক ওবামা আর মিশেলের বিচ্ছেদের বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে।

প্রসঙ্গত, মার্কিন সিটকম জগতে ‘ফ্রেন্ডস’ সিরিজ সবসময় আলোচিত। এই সিরিজের প্রধান ছয় চরিত্র যেন বিশ্বব্যাপী কোটি দর্শকের বন্ধুও। ‘ফ্রেন্ডস’-এর অন্যতম অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। সিরিজটি ১৯৯৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রচারিত হয়েছিল। নিউ ইয়র্কের ৬ বন্ধুর জীবন নিয়ে তৈরি এই সিরিজটি। এই এখনো তরুণদের মাঝে ব্যাপকভাবে জনপ্রিয়। ‘ফ্রেন্ডস’-এর মাধ্যমে মাধ্যমেই রাতারাতি জনপ্রিয় হয়ে যায় জেনিফার অ্যানিস্টন, ম্যাথু পেরি,কোর্টেনি কক্স, লিসা কুড্রো, ম্যাট লেব্ল্যাঙ্ক এবং ডেভিড সুইমার।

সর্বশেষ

ডিসেম্বরে নির্বাচন হতে পারেঃ প্রধান উপদেষ্টা

ভারতের মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি

প্রযুক্তিগত সুবিধায় ভবিষ্যতে বিচার ব্যবস্থা আরো সুদৃঢ় হবেঃ প্রধান বিচারপতি

ইসরায়েলিদের চিকিৎসা দিতে অস্বীকৃতি, অস্ট্রেলিয়ায় দুই স্বাস্থ্যকর্মী বরখাস্ত

ইসলামিক দেশগুলোতে কবে থেকে রোজা শুরু, জানাল আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র

মসজিদে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে ইসরায়েল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print