শীতে প্রকৃতি শুষ্ক হয়ে যায়। আর এর প্রভাব প্রায় সবকিছুতেই পড়ে। শীতের দিনে অনেক সময় দেখা যায় গাছ শুকিয়ে যাচ্ছে। বিশেষ করে ঘরের ভেতরে থাকা ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে এটা খুবই স্বাভাবিক বিষয়। তবে সঠিক যত্ন না নিলে গাছ মরে যেতে পারে। তাই শীতে গাছের বাড়তি যত্ন নিতে হবে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে শীতে গাছের যত্ন নেয়ার বিষয়ে কিছু পরামর্শ ফিয়েছেন বিশেষজ্ঞ।
শীতের দিকে এ সময় বাসা-বাড়ির টবের পানিও দ্রুত শুকিয়ে যায়। ঘরের ভেতর, বাসার ছাদে বা বারান্দার টবে রাখা গাছগুলো এ সময় তাই সহজেই জীর্ণ হয়ে যেতে পারে। তাই শীতে গাছের যত্নে কী করণীয় –
অতিরিক্ত পানি না দেয়া: শীতে গাছের পানি শুকিয়ে যায় তাই অতিরিক্ত কিংবা ঘন ঘন পানি দেয়া যাবে না। মাটিতে ভিজে ভাব থাকলে পানি না দিলেই ভাল। আর টবের নিচে থাকা প্লেটে বেশি পানি জমে থাকলে গাছের ক্ষতি হতে পারে। তাই পর্যাপ্ত পানি দিন কোনোভাবেই অভিরিক্ত নয়।
গাছ আলোতে রাখুন: শীতে দিনের দৈর্ঘ্য কম হয়। এ কারণে সূর্যের আলোও কম পায় গাছ। তাই শীতে গাছকে এমন জায়গায় রাখুন, যেখানে দীর্ঘক্ষণ আলো থাকে। দরকার হলে টবকে মাঝে মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে দিন। যাতে গাছের সমস্ত দিকে আলো পড়ে।
পানির তাপমাত্রা: সব সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় থাকা পানিই টবে দিতে হবে। শীতের দিনে পানি অতিরিক্ত ঠান্ডা থাকে তবে এটা গাছের জন্য স্বাভাবিক। তাই পানির তাপমাত্রা কমে গেলে ভাবনার কিছু নেই।
সার না দেয়া: ঘরের গাছ শীতে সুপ্ত বা আধা সুপ্ত অবস্থায় থাকে। তাই ওই সময় সার না দিলেই ভালো। দিন বড় হলে এবং তাপমাত্রা কিছুটা বাড়লে তবেই সার দিন। এতে গাছ রোদও বেশি পাবে।
টব বদলানো যাবে না: অনেকেই ভাবেন শীতে টব বদলানো ভালো। এটা একেবারেই ভুল ধারণা। শীতে গাছও নাজুক অবস্থায় থাকে। তাই খুব বেশি দরকার না হলে শীতের দিনে টপ বদল না করাই ভালো। সম্ভব হলে শীতের শেষ হওয়ার অপেক্ষা করুন।