আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়র্টাস এর সাবেক বাংলাদেশ প্রতিনিধি, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ডেইলি অবজারভারের বিজনেস এডিটর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ (৭১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ বুধবার সকাল ৫টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি। কিছুক্ষণের মধ্যেই নিজাম ভাইয়ের কফিন নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা হবেন
মুক্তিযোদ্ধা সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ চট্টগ্রামের সন্তান। তাঁর গ্রামের বাড়ী লোহাগড়া উপজেলার আধুনগর গ্রামে। তিনি উক্ত গ্রামের সুফি মিয়াজি পাড়ার মাষ্টার মরহুম জহির উদ্দিন আহমেদের ছেলে।
তিনি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের ঢাকা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তাছাড়া দেশের প্রথম সংবাদ সংস্থা বিএন এ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দু’ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পরিবারের পক্ষ থেকে তাঁকে গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানানো হয়েছে।