সীমান্তে বাংলাদেশ থেকে কাউকে আসতে দেখলেই গুলি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একই ঘটনার ধারাবাহিকতায় এবার এক ভারতীয় যুবক যখন বাংলাদেশ থেকে নিজ দেশে ঢুকতে চাইছিল তখন তাকে গুলি করে বিএসএফ। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন আকতার জামাল রনি নামে ওই যুবক। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে ঢুকেন তিনি। তবে এবার নিজেদের দেশের নাগরিককেই গুলি করেছে বিএসএফ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদন মতে, পরদিন মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ওই যুবক। সেই সময় তাকে গুলি করেন বিএসএফ সদস্য। বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের মতে, যুবকের সঙ্গে এক নারীও ছিলেন।
বিএসএফ সদস্যরা দুজনকে বাংলাদেশের দিক থেকে সীমান্তের বেড়ার দিকে আসতে দেখে সতর্ক করে। তবে বারবার সতর্ক করা সত্ত্বেও তারা বেড়া পার হওয়ার চেষ্টা করেন এবং বিএসএফে সদস্যর সঙ্গে তর্কে জড়ান। এমনকি তারা একজন নিরাপত্তারক্ষীর বিশেষ পিএজি বন্দুক কেড়ে নেয়ারও চেষ্টা করেন।
প্রতিবেদন মতে, এক পর্যায়ে আত্মরক্ষার স্বার্থে এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এওপি) মেনে বিএসএফ সদস্য ওই দুইজনের দিকে একটি গুলি ছোড়েন। এতে যুবক গুলিবিদ্ধ হয়।
আর ওই নারী পাশের গ্রামে পালিয়ে যেতে সক্ষম হয়। আহত যুবককে আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সীমান্তে বহুদিন ধরে ধারাবাহিকভাবে বাংলাদেশিদের হত্যা করে আসছে বিএসএফ সদস্যরা। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিএসএফের গুলিতে ও নির্যাতনে অন্তত ৬০৭ বাংলাদেশি নিহত হয়েছে।