নগরীর জিইসি মোড় ওয়েলফুডের সামনে গতকাল ৫জুন খুন হন এসপি বাবুল আক্তারের সহধর্মীনী। স্থানীয় এক সিসিটিভি ফুটেজে ধরা পরে হত্যাকান্ডের দৃশ্য। সিসিটিভি ফুটেজ খুব স্পষ্ট না হলেও খুনিরা কিভাবে আক্রমন করেছিলো তা কিছুটা অনুমান করা যায়।
সিসিটিভি ফুটেজে দেখাযায়, আনুমানিক সকাল ০৬টা ৩৫ এর দিকে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু তার সন্তানকে নিয়ে জিইসি মোরে’র দিকে যাচ্ছিলেন। আগে থেকেই ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে ফলো করতে থাকে। ফুটেজে দেখা যায় প্রথমে খুব সম্ভবত ছুড়ি হাতে ডান দিক থেকে একজন ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হতে থাকেন, এবং অপর প্রান্তে থাকা আরেক সদস্যও মিতু ও তাঁর সন্তানের পিছু নিতে থাকেন এবং সামনে থেকে মোটর সাইকেল নিয়ে আসেন আরেক সদস্য। প্রায় ওয়েল ফুডের সামনে গেলে মোটরসাইকেল দিয়ে প্রথমে মিতু’কে ধাক্কা মারা হয়, এবং পরে ছুড়ি ও পিস্তল দিয়ে গুলে করে, মৃত্যু নিশ্চিত করে খুনিরা পালিয়ে যায়। (সিসিটিভি ফুটেজে শেষ অংশ খুব একটা স্পষ্ট নয়)