চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় যুবলীগ পরিচয়ধারী সন্ত্রাসীদের সাথে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে সন্ত্রাসীদের গুলিতে দুই পুলিশ আহত হয়েছেন।
তারা হলেন, এএসআই আলী আকবর ও কনেস্টেবল ফারুক হোসেন।
আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে পৌর সভার ৪ নং ওয়াার্ড পূর্ব হরিশপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে যুবলীগের সন্ত্রাসী ইয়া্বা জাফরকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের সীতাকুণ্ড সার্কেলের সহকারী (পুলিশ সুপার) এএসপি রেজাউর রহমান জানান, ্জানান, জাফর নামে একজন সন্ত্রাসীকে গ্রেফতার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ঐ সন্ত্রাসী ও তার সহযোগিরা। এতে দুই পুলিশ আহত হয়েছে। তাদের পায়ে গুলি লেগেছে। তার কাছ থেকে বিদেশী পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর সন্দ্বীপে পুলিশের বিশেষ অভিযান চলছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, গত ২১ মার্চ স্থানীয় যুবলীগ নেতা লোহা বাবুলকে গুলি করে তার দলের প্রতিপক্ষ গ্রুপ। এর জের ধরে গতকাল বুধবার পৌর কমপ্লে্ক্স এলাকায় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় গুলিতে নিজ বাসায় আহত হন এক নারী।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামশুল ইসলাম পাঠক ডট নিউজকে জানান, গত পরশু বাবুল নামে একজনকে গুলি করার ঘটনায় আসামী ইয়াবা জাফরকে গ্রেফতার করতে গেলে পৌর সভার ৪ নং পূর্ব হরিশপুর এলাকায় পুলিশের উপর হামলা হয়। এতে আমাদের এজন এ এস আই ও একজন কনেস্টেবল আহত হয়েছে। তদেরকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্র জানায় গ্রেফতারকৃত জাফর পৌরসভার মেয়র জাফর উল্যা টিটুর অনুসারী হিসেবে পরিচিত।তার বাড়ী বাউরিয়া ইউনিয়নে। ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।