বান্দরবানের লামায় মারমা দম্পতিকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৫ মার্চ) ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ছোটপাড়া গ্রামে মারমা দম্পতিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহরা হলেন- ক্যহ্লাচিং মারমা (৭০) এবং স্ত্রী চিংহ্লানী মারমা (৫০)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মারমা দম্পতিকে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহদের লাশ উদ্ধার করা হয়েছে। তবে কারা কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বিষয়টি তদন্ত করে বলা যাবে।