তরুন সাংবাদিক, জাতীয় শিশু সংগঠন লাভ দ্য পুয়ার চিলড্রন’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যন ও ইন্টারন্যাশনাল মিডিয়া লি. এর পরিচালক সাংবাদিক মুনীর চৌধুরী বঙ্গবন্ধু স্মৃতি পদক লাভ করেছে।
এ উপলক্ষ্যে গত ২৩ মার্চ তার সন্মানে এক সংর্বধনা সভা নগরীর একটি রেষ্টুরেন্ট এর হল রুমে অনুষ্ঠিত হয়।
কলামিষ্ট নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল এর সভাপতিত্বে সংর্বধনা সভায় প্রধান অতিথি ছিলেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারী, বঙ্গবন্ধুর সহকর্মী এম এ গনি।
প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা চৌধুরী আনজি, চট্টগ্রাম আইনজীবি সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট জুবাইদা ছরোয়ার চৌধুরী নিপা, নারীনেত্রী শাহেলা আবেদিন, ব্যবসায়ী রাশেদুল ইসলাম চৌধুরী, সিটিজি টাইমস সম্পাদক মসরুর জুনাইদ, দৈনিক পূর্বদেশ’র ফটো সাংবাদিক হায়দার আলী, নগরফুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বায়েজিদ সুমন, সংগঠক রাশেদ নিশান প্রমুখ
অনুষ্ঠানে প্রধান অতিথি এম এ গনি বলেন, মুনীর চৌধুরী একজন সময়ের নক্ষত্র তার সাংবাদিকতা সততা ও আন্তরিকতা তাকে একদিন অনেক দুরে নিয়ে যাবে। আজ সে বঙ্গবন্ধু পদক লাভ করেছে আগামীতে সে আরো বড় বড় পদক লাভ করবে এমন আশা আমার।
তিনি বলেন, মুনীর আমার ছোট ভাই, দেশের কোমলমতি পথ শিশুদের জন্য তার সংগঠনকে আমি আর্থিক প্রতিষ্ঠানে পরিণত করতে উদ্যোগ নেবো।
প্রধান আলোচক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, আমরা একজন তরুনকে অনুপ্রেরনা দিতে সমবেত হয়েছি, মুক্তিযুদ্বের প্রজন্ম গড়ে তুলতে মুনীর চৌধুরীর মতো আমাদের ও সুন্দর শুভ কাজের উদ্যোগ নিতে হবে।