চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কালুরঘাট এলাকায় বাসের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতের নাম মুন্না (২২)।
আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক রসিক বড়ুয়া বলেন, দুপুরে গুরুতর আহতবস্থায় মুন্না নামে এক যুবককে হাসপাতালে আনা হলে মৃত ঘোষনা করে।
তিনি কালুরঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বলে জানান হাসপাতালে আসা তার স্বজনরা।।