সিলেটের শিববাড়িতে জঙ্গি আস্তানা আতিয়া মহলে চারদিন ধরে সেনাবাহিনী প্যারা-কমান্ডো টিম অভিযান চালাচ্ছে। কমান্ডো অভিযানের নানা কর্মকাণ্ড নিয়ে মোট ৫টি ভিডিও প্রকাশ করেছে আন্তঃবাহিনী গণসংযোগ অধিদফতর (আইএসপিআর)।
এসব ভিডিওতে সেনা কমান্ডোদের জীবন বাজি রেখে চালানো অভিযানের চিত্র ফুটে উঠেছে। এসব ভিডিওতে কি আছে সেই বর্ণনা তুলে ধরা হলো।
প্রথম ভিডিওতে দেখা যাচ্ছে, সেনা কমান্ডোরা বাড়ির নিচের অংশের দেয়ালে ভেঙে ছিদ্র করতে দেখা গেছে। বাড়ির একটি সাইডে বড় একটা ছিদ্র করে ফেলেন তারা।
দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, কমান্ডোরা অবিরাম গুলিবর্ষণের মধ্যে বাড়ির কাছাকাছি পৌঁছে যাওয়ার পর বাড়ির ভেতর থেকে গুলি চালাতে শুরু করলে কমান্ডোদের ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে। কমান্ডোরা গুলির মুখেই ফিরে আসেন।
তৃতীয় ভিডিওতে চিন্তিত মুখে যোগাযোগ করতে দেখা যাচ্ছে সেনা কমান্ডো কর্মকর্তাকে।
চতুর্থ ভিডিওতে তিনজন সেনা কমান্ডোকে একটি বাড়ির ছাদে সতর্ক অবস্থানে দেখা যাচ্ছে।
শেষের ভিডিওতে আস্তানার ছাদ থেকে ধোয়া উড়তে দেখা যায়। বাড়িটির অবস্থানটি বুঝতে পারা যায়। পুরো রাস্তায় সেনারা অবস্থান নিয়ে আছে। এই ভিডিওগুলো আইএসপিআরের ওয়েবপেজ থেকে নেওয়া