চট্টগ্রাম মহানগরীর পাচঁলাইশ থানার মুরাদপুর শুলকবহরের চেয়ারম্যান কলোনীতে (এন মোহাম্মদ প্লাস্টিকের পিছনে) বসত বাড়ীতে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে স্থানীয় চেয়ারম্যান কলোনীতে এ আগুনে সূত্রপাত হয়। আগুনে অর্ধ শতাধিক কাঁচাঘর পুড়ে ছাঁই হয়ে গেছে বলে স্থানীয় বাসিন্দরা জানান।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর সরওয়ার জাহান বলেন, আগুল লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ী ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ধারণা করা হচ্ছে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ফায়ার সার্ভিস তাৎক্ষনিক আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি।