পার্সেল কুরিয়ারে আড়ালে মাদক পাচারে জড়িয়ে পড়েছে বেসরকারী প্রতিষ্ঠান এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস। ইয়াবার বিশাল চালান আটকের পর এবার বিয়ার পাচারকালে বিপুল পরিমাণ বিয়ার জব্দ করা হয়েছে পরিবহণ সংস্থার কাউন্টার থেকে।
মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রামের কর্মকর্তারা চট্টগ্রাম নগরীর কাজির দেউড়ি এস এ পরিবহনের কম্পাউন্ড থেকে ৬৯৬ ক্যান বিয়ার উদ্ধার করেছে। এসময় জব্দ করা হয় একটি প্রাইভেটকার ও আটক করা হয় আবু তালেব (৩৫) কে।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ পরিচালক শামীম আহম্মেদ বলেন, এসএ পরিবহনের মাধ্যমে বিয়ারগুলো পাচারের জন্য নেওয়া হয়েছিল। আটকৃতের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য এর আগেও এসএ পরিবহণের চট্টগ্রামের পোস্তার পাড় (দেওয়ান হাট) কাউন্টার এবং কাজীর দেউড়ি কাউন্টার থেকে একাধিকবার ইয়াবাসহ বিভিন্ন অবৈধ পণ্যের চালান আটক করেছে র্যাব-পুলিশ।