মঙ্গলবার (১৪ জুন) ভোরে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকায় আহসান হাবিব আপেল (৩৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, ভাটাপাড়া চণ্ডিপুর এলাকার বকুলের ছেলে আপেল মাহমুদ হৃদয়। মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। আপেল মাহমুদ মহানগরীর লক্ষীপুর এলাকার পলাশ ওষুধের ফার্মেসীতে কাজ করতো।
স্থানীয়রা জানান, ফজরের নামাজের সময় আপেলকে কে বা কারা কুপিয়ে রেখে পালিয়ে যায়। এরপর সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বর্তমানে পুলিশ ও সিআইডি এসে জায়গাটিকে ঘিরে রেখেছে। তারা আলাতম সংগ্রহ করছেন।
নিহতের মা সুখী বেগমের অভিযোগ, প্রতিবেশী গিয়াস ও তার ছেলে আরিফের সাথে আপেলের দ্বন্দ্ব চলে আসছিল। এই দ্বন্দ্বের জেরে গিয়াস ও তার ছেলে আপেলকে কুপিয়ে হত্যা করেছে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, খবর পাওয়ার পর পরই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
তবে ঘটনার পর থেকে গিয়াস ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানান ওসি।