গত কয়েক বছর দেশের ঈদের বাজারে ভারতীয় টিভি চ্যানেলের নায়িকাদের নামের পোশাকের বেশ কদর ছিল। জল নূপুর, কিরণ মালা, পাখি আর ঝিলিক থ্রিপিস ছিল তরুণীদের পছন্দের শীর্ষে। আবার পাখি পোশাকের জন্য আত্মহত্যার ঘটনাও ঘটেছিল। সময়ের প্রেক্ষিতে পছন্দের তালিকারও বেশ পরিবর্তন ঘটেছে। বিজ্ঞানের উৎকর্ষতার এ যুগে তথ্য প্রযুক্তির বিস্তার ঘটেছে জন জীবনেও। তাই তো ঈদ পোশাকে পড়েছে সেই ডিজিটাল প্রভাব।
তরুণীদের পছন্দের তালিকায় এসেছে দেশি ফেসবুক, মেসেঞ্জার ও থ্রিজি নামীয় থ্রিপিসের। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানিরাও আমদানি করেছে এ পোশাক। মেহেরপুর ও গাংনী শহরের মার্কেকগুলো ঘুরে পাওয়া গেছে এমনি বিচিত্র তথ্য।
প্রকারভেদে এ পোশাকগুলো পাওয়া যাচ্ছে এক হাজার টাকা থেকে ৫ হাজার টাকায়। হালকা কিংবা গাঢ় যে রঙই হোক না কেন দাম একই। তবে কাশ্মিরি, বাহুবলিও বিক্রি হচ্ছে। সবে রোজার শুরু তাই ক্রেতাদের সমাগম কম। রমজানের মাঝামাঝি বেচাবিক্রি বেড়ে যাবে বলেও জানান বিক্রেতারা।