বন্দর নগরী চট্টগ্রামের লাভলেইন স্বরণীকা কমিউনিটি সেন্টার, ১৮ জুন শনিবার সন্ধ্যা ৬টা, কানায় কানায় পূর্ণ স্বরণিকার বিশাল মিলনায়তন। যেন শহরেই একখন্ড সীতাকুণ্ড !
চলছে চট্টগ্রাম শহরে বসবাসকারী সীতাকুণ্ডবাসীর প্রাণের সংগঠন সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা, সম্মাননা স্মারক ও ইফতার মাহফিল ২০১৬।
মঞ্চে চলছে সীতাকুণ্ডের বিজ্ঞ এবং বিশিষ্টজনদের বক্তব্য। সংগঠনের সাধারণ সম্পাদক ব্যাংকার মোহাম্মদ গিয়াসউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রাণবন্ত আলোচনা শুনছেন শ্রোতাগণ।
সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় ও বিভিন্ন কার্যক্রম নিয়ে সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করা হয় এবং সমিতির সাথে সম্পৃক্ত সফল ৩৬ জন ও বর্তমান কার্যনির্বাহী পিরষদ ২০১৪-১৬ কে সম্মাননা স্মারক দেয়া হয়েছে ।
এছাড়া ও যাকাতফান্ড থেকে বিভিন্ন অনুদান হিসেবে গাভী, সেলাই মেশিন ইত্যাদি প্রদান করা হয়েছ সংশ্লিষ্টদের।
এতে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস.এম. আল মামুন, ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফসিউ ল আলম সহ সমিতির পৃষ্ঠপোষক ও আজীবন সদস্যবৃন্দ । বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতি’ র সভাপতি এম. ই আজিজ চৌধুরী লিটন ।
ইফতারের আগমূহুর্তে সমিতির অন্যতম সদস্য মহিউদ্দিনের পরিচালনায় দেশ জাতি তথা সীতাকুণ্ডবাসীর সুখ-সমৃদ্বি কামনা করে বিশেষ মেনাজাতের মাধ্যমে ইফতার গ্রহণ করেন উপস্থিত প্রায় হাজারখানের সীতাকুণ্ডবাসী।