বিশেষ অভিযানে চট্টগ্রাম মহানগরীতে ৯২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার সকালে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ১১ হাজার ৪৮২ পিস ইয়াবা ট্যাবলেট, আড়াই কেজি গাঁজা, ৪০ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়েছে।