চট্টগ্রাম বন্দরে ট্রাক চাপাপড়ে আশরাফুল আলম সোহাগ (২৮) নামে এক সিএন্ডএফ কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে পণ্য খালাসের সময় বন্দরের ভীতরে এই ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বিকালে বন্দরে সিএন্ডএফের পণ্য খালাস করার জন্য ইর্য়াডে দাড়ানো অবস্থায় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে আশরাফুল আলম সোহাগ গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।