Search
Close this search box.

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সোনার বাংলা ট্রেনে চড়ে যাত্রীদের উচ্ছাস

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

rail_117471
ঢাকা চট্টগ্রামে চলাচলকারী নতুন বিলাস বহুল ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন।

নতুন উদ্বোধন হওয়া লাল সবুজের বিরতিহীন সোনার বাংলা ট্রেনে চড়ে দারুণ উচ্ছাস প্রকাশ করলেন ঢাকা থেকে আসা গৃহিনী নাজনীন আক্তার লোপা।

রবিবার সকালে নতুন এ ট্রেনটি ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে ছেড়ে দুপুর পৌনে ১টায় চট্টগ্রাম ষ্টেশনে পৌছে। এসময় একে একে যাত্রীরা নেমে আসেন। নতুন ট্রেনের যাত্রী হিসেবে অনুভূতি কেমন জানতে চাইতেই লোপা বলেন, ট্রেনে ঈদ করার জন্য আসতে পেরে খুব খুশি লাগছে। যাত্রাপথে কোনো সমস্যা হয়নি। তবে খাবারের দামটা একটু বেশি।

SUNAR BANGLA-1
বিলাশ বহুল সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের আরামদায়ক সীট।

এর আগে রাজধানীর কমলাপুর স্টেশনে শনিবার সকাল সাড়ে ১১টায় ভারতীয় ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তায় মোট ২৭০টি কোচ দিয়ে ট্রেন পরিচালনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্যান্য যাত্রীদের সাথে কথা বলে জানা যায়, সোনার বাংলা এক্সপ্রেসে করে আসতে পেরে যাত্রীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেলেও খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরেক যাত্রী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ বলেন, ট্রেন ঠিক সময়ে ঢাকা থেকে ছেড়ে চট্টগ্রামে পৌঁছেছে। যাত্রাপথে কোনো সমস্যা হয়নি। তবে খাবারের দাম বেশি রাখার অভিযোগ করে তিনি বলেন, দুইশ টাকার বিপরীতে একটি প্যাকেটে দেয়া হয়েছে একটি করে আপেল,জুস ও কেক।

00_57488
ষ্টেশনে যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেল কর্মকর্তারা।

রেলওয়ে (পূর্বাঞ্চল) কর্তৃপক্ষ জানান, নতুন ট্রেন হিসেবে পুর্বাঞ্চল রেলওয়েতে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন সোনার বাংলা এক্সপ্রেস। এটি আজ রবিবার থেকে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করেছে। এই ট্রেনে ১৬ বগিতে স্নিগ্ধা (শীতাতপ চেয়ার), শোভন চেয়ার, এসি বাথ মিলিয়ে ৭৪৬টি আসন রয়েছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, বিরতিহীন এ ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা এবং ঢাকা থেকে পৌঁছতে সময় লাগবে ৫ ঘন্টা ৪০ মিনিট। শনিবার ছাড়া সপ্তাহের বাকী দিনগুলোতে এ ট্রেন নিয়মিত চলাচল করবে। তবে ঈদ উপলক্ষে সোনার বাংলা এক্সপ্রেস শনিবারও চলাচল করবে।

Sunar Bangla-3
ট্রেনে যাত্রীদের দেয়া এ প্যাকেটের দাম কাটা হয় দুশ টাকা।

প্রতিদিন সকাল ৭টায় সোনারবাংলা এক্সপ্রেস কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বেলা ১২টা ৪০ মিনিটে।একই ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়বে বিকাল ৫টায়, ঢাকা পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।

সোনার বাংলা এক্সপ্রেসের ১৬টি বগির মধ্যে চারটি এসি চেয়ায়ের (স্নিগ্ধা) প্রতটিতে ৫৫ করে ২২০ আসন,সাতটি শোভন চেয়ারের বগিতে ৪২০ আসন, দুটি এসি বাথে ৩৩ করে ৬৬ আসন এবং দুটি খাবার গাড়ির সঙ্গে সংযুক্ত ৪০টি আসন রয়েছে। ট্রেনটিতে খাবার সরবরাহের দায়িত্বে থাকবে পর্যটন করপোরেশন।

লাল সবুজ রঙে রাঙানো সোনার বাংলা এক্সপ্রেসের ১৬টি বগির মধ্যে চারটি এসি চেয়ায়ের (স্নিগ্ধা) প্রতিটিতে ৫৫টি করে ২২০ আসন, সাতটি শোভন চেয়ারের বগিতে ৪২০ আসন, দুটি এসি বাথে ৩৩ করে ৬৬ আসন এবং দুটি খাবার গাড়ির সঙ্গে সংযুক্ত ৪০টি আসন রয়েছে। এর বাইরে একটি পাওয়ার কার থাকছে ট্রেনটিতে। খাবার সরবরাহের দায়িত্বে থাকবে পর্যটন কর্পোরেশন। পূর্বাঞ্চলের পরিবহন বিভাগের কর্মকর্তারা জানান, গত বুধবার থেকে নতুন এই ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে হয়েছে।

সর্বশেষ

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি

একটাই লক্ষ্য, প্রতিটি ম্যাচ জিতবোঃ শান্ত

ফিলিস্তিন থেকে ইসরায়েলিদের সরিয়ে নেয়ার বিষয়ে জাতিসংঘে প্রস্তাব

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর চেষ্টা করতে হবেঃ উপদেষ্টা নাহিদ

পিআইবির নতুন মহাপরিচালক ফারুক ওয়াসিফ

আন্দোলনে নিহতদের পরিবারকে ৫ ও আহতদের সর্বোচ্চ ১ লাখ টাকা দেয়ার সিদ্ধান্ত’

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print