নগরীর সিইপিজেডে কোরিয়ান প্রতিষ্ঠান ইয়ংওয়ানের একটি কারখানায় আগুন লেগেছে। শনিবার বিকেল ৪টার দিকে ইয়ংওয়ানের ২ নং সেক্টরের ওয়াইসিএল শাখার ৩য় বিল্ডিং এর নীচতলায় পেডিং ফ্লোরে আগুনের সুত্রপাত হয়।
ঘটনাস্থল থেকে আমাদের সংবাদদাতা আল- আমিন সিকদার জানান, খবর পেয়ে ইপিজেড ফায়ার ষ্টেশন থেকে দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
ফায়ার সার্ভিস বিভাগীয় কন্ট্রোল রুমের ডিউটি অফিসার ফহ্লাদ সিং আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইয়ংওয়ান এনসিডি বিভাগের ম্যানেজার মোসলেম উদ্দিন জানান, বিকাল ৪টার দিকে নীচতলায় পেডিং ফ্লোরে আগুনের সুত্রপাত হলে চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেছে।
ইপিজেড ফায়ার সার্ভিসের ইনচার্জ বাহার উদ্দিন জানান, পেডিং মেশিনের ওভার লোডের কারণে মেশিন হিট হয়ে আগুনের সুত্রপাত হয়েছে। আগুনে লোকজন হতাহত না হলেও বিভিন্ন মেশিন পুড়ে গেছে।