Search
Close this search box.

চট্টগ্রামে ২৩৭টি স্থানে অনুষ্ঠিত হবে ঈদ জামাত

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print
ctg-Eidgha-ready-for-namaj-20160703165529
ঈদুল ফিতরের প্রথম এবং প্রধান জামায়াতের প্রস্তুতি চলছে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ৪১ টি ওয়ার্ডে ১৫৭ স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮ টায় জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ্’র ময়দানে। এতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্ণর অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালাল উদ্দিন আল কাদেরী। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯.৩০ টায়। দ্বিতীয় ঈদ জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ’র সিনিয়র ইমাম মাওলানা নুর মোহাম্মদ সিদ্দিকী।

এদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর নামাজের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এম. এ. আজিজ স্টেডিয়াম সংলগ্ন ঘন সবুজ মাঠে সকাল সাড়ে ৮ টায়। এছাড়া ঈদ জামাত কমিটির উদ্যোগে নগরীতে আরো প্রায় ৮০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

CTG-120140727091610
জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ।

সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নগরীর ৪১ টি ওয়ার্ডে ঈদ জামাতসমূহ: বাকলিয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্টেডিয়ামে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০ টায়, লালদিঘি শাহী জামে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০ টায়। জালালাবাদ আরেফিন নগর সিটি কর্পোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদের ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮.১৫ টায়। প্রাকৃতিক দূর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে মাঠের পরিবর্তে স্ব স্ব মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া নগরীর ৪১টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে কাউন্সিলরগণের তত্ত্বাবধানে ১টি করে প্রধান ঈদ জামাত ও অন্যান্য ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ওয়ার্ডওয়ারী ঈদ জামাতের স্থানগুলো হচ্ছে- হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ ময়দান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সুগন্ধা জামে মসজিদ, চকবাজার সিটি কর্পোরেশন জামে মসজিদ, চট্টগ্রাম শাহী জামে মসজিদ, কোরবানীগঞ্জ জামে মসজিদ, বলুয়ারদিঘির পূর্ব পাড়, হযরত খাজা মুফতি গরীবুল্লাহ শাহ্ (র.) মাজার সংলগ্ন ঈদগাহ, খোশাল শাহ্ ঈদগাহ ময়দান, ফতেয়াবাদ ঈদগাহ ময়দান, শেরশাহ কলোনী প্রধান ঈদগাহ ময়দান, বদর পীর ঈদগাহ ময়দান, হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ মসজিদ ময়দান, বায়েজিদ বোস্তামী (র.) মাজার মসজিদ, বালুচড়া মসজিদ ঈদগাহ ময়দান, কুলগাঁও সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ ময়দান, পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় মাঠ, চালিতাতলী ঈদগাহ ময়দান, ওয়াজেদিয়া মাইজ্যাবিবি শাহী জামে মসজিদ ময়দান, ওয়াজেদিয়া হাই স্কুল মাঠ, সৈয়দ নগর প্রাথমিক বিদ্যালয় মাঠ, হাজীর পুল বায়তুল নুর জামে মসজিদ ঈদগাহ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনী ময়দান, নুরজ্জমান নাজির বাড়ী জামে মসজিদ, বায়তুল ইকরাম জামে মসজিদ, আল আমিন বারীয়া মাদ্রাসা ময়দান, আজম জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয় মাঠ, তৈয়বিয়া জামে মসজিদ, কাদেরীয়া জামে মসজিদ, পূর্ব ষোলশহর গাজী শাহ জামে মসজিদ ময়দান, গাজী জামে মসজিদ মাইজ পাড়া, আমিন কলোনী জুট মিলস মসজিদ, জাঙ্গালপাড়া শাহী জামে মসজিদ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা জামে মসজিদ, খতিবের হাট জামে মসজিদ, পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ, বিবিরহাট ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা ময়দান, মাদানী শাহ মসজিদ, নাসিরাবাদ সরকারী স্কুল ময়দান, মোহাম্মদপুর মুরাদপুর চত্ত্বর, মুরাদপুরস্থ বিশ্বরোড চত্ত্বর, ভেলুয়ারদীঘি জামে মসজিদ ঈদগাহ ময়দান, পশ্চিম ফিরোজ শাহ ঈদগাহ মাঠ, ইস্পাহানি জামে মসজিদ, নেছারিয়া আলিয়া মাদ্রাসা ময়দান, পাহাড়তলী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, কালুরঘাট ইস্পাহানী জুট মিল জুমা মসজিদ ময়দান, উত্তর কাট্টলী মোস্তফা হাকিম কলেজ ময়দান, উত্তর কাট্টলী বিশ্বাসপাড়া জামে মসজিদ, সাগরিকা কেন্দ্রীয় জামে মসজিদ, বি-ব্লক বায়তুল আজিম জামে মসজিদের পার্শ্বে এক্স ক্লাব ময়দান, ছদু চৌধুরী বাড়ি জামে মসজিদ, মোসেন চৌধুরী বাড়ি জামে মসজিদ, থানা ময়দান ঈদগাহ, পি এইচ আমিন একাডেমী স্কুল ময়দান ফইল্ল্যাতলী বাজার, সরদার বাহাদুর নগর ঈদগাহ ময়দান, ওমর গণি এমইএস কলেজ ময়দান, ওয়ার্লেস কলোনী পুরাতন জামে মসজিদ, চাঁনমারী রোডস্থ কাঁচাবাজার প্রধান ঈদ জামাত, মেহেদীবাগ সিডিএ কলোনী জুমা মসজিদ, রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দান, প্যারেড ময়দান, পূর্বনাসিরাবাদ বিপ্লব উদ্যান জামে মসজিদ, দেওয়ান বাজার সিএন্ডবি কলোনী জামে মসজিদ ঈদগাহ ময়দান, মেডিকেল কলেজ মসজিদ ময়দান, দারুল উলুম আলিয়া মাদ্রাসা ময়দান, সুজারমা জামে মসজিদ, চেয়ারম্যান ঘাটা, বায়তুল মামুর জামে মসজিদ, মোজাহেরুল উলুম মাদ্রাসা ময়দান, মিয়াখান নগর, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান, আবদুল লতিফ হাট, মিয়াখান সদর মসজিদ, বেলাখান সদর মসজিদ, মিয়াখান নগর, আতরজান জামে মসজিদ, ঘাটফরহাদবেগ, নুর মোহাম্মদ সওদাগর মসজিদ ইসহাকের পোল, চারতলা জামে মসজিদ, লালু মাঝির^ বাড়ি কোরবাণীগঞ্জ, মোমবাতিগলিস্থ এয়াকুব আলী সওদাগর জামে মসজিদ, ফকির মোহাম্মদ জামে মসজিদ, মাছুয়া ঝর্ণা লেইন, রুমঘাটা জামে মসজিদ, খলিফাপট্টি বায়তুন নুর জামে মসজিদ, কাজী সৈয়দ জামে মসজিদ, সাব এরিয়া, এনায়েত বাজার জামে মসজিদ, রেলওয়ে হাসপাতাল কলোনী জামে মসজিদ, রহমতগঞ্জ বাংলা কলেজ মাঠ (শিশুবাগ), খান শাহ মসজিদ বায়তুল সড়ক জুমা মসজিদ ময়দান, জুনশাহ জামে মসজিদ, ঈদগাহ কারবালার ময়দান, কাশেম ভান্ডারী জামে মসজিদ, উত্তর হালিশহর হাউজিং বায়তুল আজিম কমপ্লেক্স ময়দান, বেপারী পাড়া ঈদগাহ ময়দান (আলপনা কমিউনিটি সেন্টারের পার্শ্বে), আগ্রাবাদ সরকারী কমার্স কলেজ চত্ত্বর, খান সাহেব আবদুল হাকিম মিয়া মসজিদ, মনছুরাবাদ, পশ্চিম মাদার বাড়ী আবুল খায়ের মসজিদ, মাদারবাড়ী পাম্প হাউস জামে মসজিদ, সদরঘাট মনোহরখালী বন্দর কলোনী ময়দান, সিডিএ আগ্রাবাদ আঞ্চলিক এলাকা ময়দান, উত্তর নালা পাড়া সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ময়দান, ফকিরহাট শেখ লতিফ চৌধুরী জামে মসজিদ, স্টেশন রোড জুমা মসজিদ ময়দান, কলেজিয়েট হাই স্কুল ময়দান, হযরত শাহ ছুফী আমানত (রঃ) মসজিদ ময়দান, মাঝিরঘাট শাহ বিবি মসজিদ, আলহাজ্ব ছুফী সোবহান সওদাগর জামে মসজিদ ময়দান, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ, ব্রিকফিল্ড রোড, সিএন্ড বি, পাথরঘাটা মধু বেপারী জামে মসজিদ, নজুমিয়া লেইন, ছজওয়ার খাঁন পেশকার জামে মসজিদ, ইকবাল রোড , খাতুনগঞ্জ জামে মসজিদ ময়দান, ফিরিঙ্গী বাজার জামে মসজিদ, সফরনেছা মসজিদ হালিশহর মুনির নগর, চাক্তাই নয়া মসজিদ, সুলতান আহমদ জামে মসজিদ চত্ত্বর, শমসের খান ওয়াকফ মসজিদ ঈদ জামাত ময়দান খাতুনগঞ্জ, হযরত মুহাম্মদ আলী শাহ্ (রঃ) কমপ্লেক্স জামে মসজিদ, পূর্ব হোসেন আহমদ পাড়া, উত্তর পতেঙ্গা, খিজির (আঃ) জামে মসজিদের সংলগ্ন পতেঙ্গা ইসলামিয়া আলিয়া মাদ্রাসা মাঠ, হালিশহর বেগমজান হাই স্কুল মাঠ, দক্ষিণ পতেঙ্গা ওমর ফারুক জুমা মসজিদ ঈদগাহ ময়দান, কাটাখালী আলিশাহ মসজিদ, শেখ আহমদ আলী ফকির বাড়ী মসজিদ, উত্তর পতেঙ্গা হোসেন আহমদ পাড়া জামে মসজিদ, পশ্চিম ফিরোজশাহ ঈদগাহ ময়দান, নুরানী জামে মসজিদ, দক্ষিণ কাট্টলী হামজা চৌধুরী বাড়ী জামে মসজিদ, হাজী চাঁন্দগাজী জামে মসজিদ আবদুল লতিফ হাট, কাপাসগোলা সিটি কর্পোরেশন স্কুল ও কলেজ মাঠ, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা, হালিশহর জরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজ ময়দান, চট্টেশ্বরী গায়েবী মসজিদ,আমানত খান সড়ক,পাঠানটুলী, জামেয়া উলুম প্রাথমিক বিদ্যালয়, হযরত টাকশাহ মিয়া দরগাহ মসজিদ সংলগ্ন সড়ক, পূর্ব বাকলিয়াস্থ গভর্মেন্ট কমার্শিয়াল ইনষ্টিটিউট, পাঠানটুলীস্থ আমীর হোসেন দোভাষ সড়ক চত্ত্বর, কালামিয়া বাজারস্থ মোর আলী বাপের (দ্বিতল) মসজিদ, হযরত মুঈনদ্দিন শাহ (রঃ) মাজার জামে মসজিদ, আলকরণ ১নং গলিস্থ বেলাল শাহ জামে মসজিদ কমিটির ঈদ জামাত, আলকরণ মোড়ে, আলকরণ মসজিদ-এ-বায়তুর রহমত, আলকরণ রোড, আবেদীন কলোনী জামে মসজিদ ঈদগাহ, মদিনা বাজার, ডিসি রোড, পশ্চিম বাকলিয়া, বায়তুশ শরফ ধনিয়ালাপাড়া, ডি.টি রোড, পাঁচলাইশ ওয়ার্ডস্থ নব-নির্মিত ইব্রাহিম জামে মসজিদ ঈদগাহ ময়দান, চৌধুরী জামে মসজিদ, লোহার পোল, সরাইপাড়া, গ্রীনভিউ আবাসিক এলাকা জামে মসজিদ, হাজী গোলাম কাদের চৌধুরী জামে মসজিদ, হযরত মোহাম্মদ আলী শাহ্ (রা.) জামে মসজিদ, বারেক নগর জামে মসজিদ, আলহাজ্ব জাকির কন্ট্রা. জামে মসজিদ, খেজুরতলা বায়তুর মামুর জামে মসজিদ, হাজী চাঁন্দমিঞা মসজিদ, হাজী পাড়া, পাঁচলাইশ, জহুর হকার্স মার্কেট সিটি কর্পোরেশন জামে মসজিদ, জে.এম.সেন স্কুল এন্ড কলেজ মাঠ, ফিরিঙ্গীবাজার, মজিদিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসা, নূরনগর, নতুন মনছুরাবাদ জামে মসজিদ, উত্তর কাট্টলী, মো. হোসেন চৌধুরী বাড়ি জামে মসজিদ, হালিশহর কেন্দ্রীয় জামে মসজিদ, কাজীর দিঘী জামে মসজিদ, বি ডি আর মাঠ, হালিশহর আর্টিলারী রোড, নূর ইসহাক হোসাইনিয়া জামে মসজিদ, অক্সিজেনস্থ মধ্যম শহীদ নগর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় এবং কাউন্সিলরদের তত্বাবধানে আয়োজিত ঈদ জামাতসমূহে মুসল্লিদের সুবিধামত ঈদের নামাজ আদায় করার জন্য অনুরোধ জানিয়েছেন।

CTG1437055071
ঈদ জামাতের প্রস্তুতি পরিদর্শন করছেন মেয়র আ জ ম নাছির।

চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ঈদের নামাজের স্থানসমূহ : চকবাজার প্যারেড ময়দান জোনাল ঈদ জামাত কমিটি চট্টগ্রাম সরকারি কলেজ, পাঁচলাইশ ওয়াজেদিয়া আলীয়া মাদ্রাসা ময়দান ঈদ জামাত, পাঁচলাইশ চালিতাতলী ঈদগাহ ময়দান, চট্টগ্রাম মেডিকেল কলেজ ময়দান ঈদ জামাত, চট্টগ্রাম পলোগ্রাউন্ড রেলওয়ে পাবলিক স্কুল মাঠ পলোগ্রাউন্ড মাঠ ময়দান ঈদ জামাত, হযরত শাহ সুফী আমানত খান (র.) দরগাহ মসজিদ ঈদ জামাত, বায়তুশ শরফ জুমা মসজিদ ময়দান ঈদ জামাত, ধনিয়ালা পাড়া ডিটি রোড, পশ্চিম মাদারবাড়ি জাহানারা ইব্রাহিম ফাউন্ডেশন জামে মসজিদ, ষ্ট্র্যান্ড রোড হাজী নজু মিয়া সওদাগর জুমা মসজিদ ঈদ জামাত, মিঞা খান নগর খান বাহাদুর মিঞা খান সওদাগর জামে মসজিদ ঈদ জামাত, চান্দগাঁও হামিদচর জামে মসজিদ, (প্রথম ও দ্বিতীয় ঈদের জামাত), হযরত সুলতান বায়েজিদ বোস্তামী (র.) দরগাহ মসজিদ ঈদগাহ ময়দান, চন্দনপুরা দারুল উলুম আলীয়া মাদ্রাসা, বাহার সিগনাল আল আমিন বাড়িয়া মাদ্রাসা ঈদগাহ্ ময়দান, আগ্রবাদ জাম্বুরী ময়দান ঈদ জামাত, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কেন্দ্রীয় ঈদুল ফিতর নামাজের জামাত বন্দর ষ্টেডিয়াম ময়দান, তবে আবহাওয়া প্রতিকূল হলে ময়দানের পরিবর্তে বন্দর কলোনীর স্ব-স্ব মসজিদে জামাত অনুষ্ঠিত হবে, বোলোয়ার খান জামে মসজিদ ঈদ জামাত মিয়াখান নগর, মেহেদীবাদ সিডিএ কলোনি জুমা মসজিদ ঈদ জামাত, মোমিন রোডস্থ কদম মোবারক শাহী জামে মসজিদ, দেওয়ান হাট ফায়ার ব্রিগেড হেড কোয়ার্টার ময়দান ঈদ জামাত, ঘাটফরহাদবেগ আতরজান বিবির মসজিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঈদগাহ ময়দান ঈদ জামাত, নাছিরাবাদ বয়েজ হাই স্কুল ময়দান ঈদ জামাত, আলকরণ মহল্লা বায়তুল মামুর জামে মসজিদ, মোহরা কাদেরীয়া ঈদগাহ ময়দান, গণি বেকারি মোড়স্থ হযরত মোল্লা মিসকিন শাহ (র.) মসজিদ ঈদগাহ ময়দান, বাকলিয়া মিয়া খান নগর মাদ্রাসা এ মোজাহারুল উলুম কামাল-ই-ইসকে মুস্তাফা (দ.) কমপ্লেক্স জামে মসজিদ, কালুরঘাটস্থ চিটাগাং জুট ম্যানুফেকচারিং মসজিদ ময়দান, বহদ্দারহাট ওয়াপদা কলোনী জামে মসজিদ ময়দান ঈদ জামাত, মধ্যম বাকলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দান ঈদ জামাত, খলিফাপট্টি বায়তুল নূর জামে মসজিদ, ঝাউতলা রেলওয়ে ষ্টেশন জামে মসজিদ, পূর্ব নাছিরাবাদ জামে মসজিদ (বিপ্লব উদ্যানের বিপরীতে) পশ্চিমে, বাহারসিগনাল মসজিদে গাউছুল আযম জিলানী (র.) মসজিদ ঈদ জামাত, উত্তরসত্তা গাউছিয়া হাফেজিয়া এতিমখানা ঈদ জামাত, কালুরঘাট এফআইডিসি, কমপ্লেক্স মসজিদ ময়দান, ফিরিঙ্গীবাজার অঙ্গীকার ক্লাব জে এম সেন হাই স্কুল ময়দান ঈদ জামাত, বক্সিরহাট হাজী শরিয়ত উল্লাহ সওদাগর জুমা মসজিদ, পীর বদর (র.) আউলিয়া জামে মসজিদ, পাঁচলাইশ ওয়ার্ডস্থ মাইঝ্যা বিবি শাহী জামে মসজিদ, ফয়েজলেকস্থ মাদ্রাসা নুরীয়া ঈদগাহ ময়দান, ফিরিঙ্গী বাজার জামে মসজিদ, ষ্টেশন রোড জুমা মসজিদ, নিউ ঝাউতলা জুমা মসজিদ ঈদ জামাত, ওমরগণি এমইএস কলেজ ময়দান ঈদ জামাত, দেওয়ান বাজারস্থ বাংলাদেশ ইসলামী একাডেমী, মাঝিরঘাট শাহী বিবির মসজিদ ঈদ জামাত, অক্সিজেন আবাসিক এলাকা মসজিদে বায়তুস সালাম ঈদ জামাত, দক্ষিণ হালিশহর কাটাখালী হযরত আলী শাহ (রা.) প্রাথমিক বিদ্যালয় ময়দান ঈদ জামাত, হালিশহর হাউজিং এষ্টেট ময়দান ঈদ জামাত, উত্তর হালিশহর হাউজিং প্রাইমারি স্কুল ময়দান ঈদ জামাত, পাহাড়তলী নেছারিয়া আলীয়া মাদ্রাসা ময়দান ঈদ জামাত, সর্দার বাহাদুর নগর ঈদগাহ ময়দান ঈদ জামাত, চিটাগাং জুট ম্যানুফ্যাকচারিং মসজিদ ময়দান ঈদ জামাত, মসজিদ-ই-নুর মাদ্রাসা রশিদিয়া হাফেজিয়া এতিমখানা, বায়েজিদ বোস্তামী গাউছুল আজম জামে মসজিদ ঈদগাহ ময়দান, জামালখান হাজী ছালেহ জহুর জামে মসজিদ ঈদ জামাত, পশ্চিম বাকলিয়া চাঁদ মিয়া মুন্সি রোড জামে মসজিদ, পাঁচলাইশ হাজী পাড়া আশেকানে আউলিয়া মাদ্রাসা জামে মসজিদ, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ লাইন ময়দান, পাঁচলাইশ আমিন জুট মিল মসজিদ ময়দান, লালিয়াহাট কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, ষ্ট্রান্ড রোড বাংলা বাজার রশিদ বিল্ডিং চত্বর, লালদিঘি ময়দান ঈদ জামাত, জুবলী রোড হাজী গোলাম রসুল ওয়াকফ এষ্টেট জামে মসজিদ তিনপোল, বহদ্দারহাট বাসটার্মিনাল বায়তুশ শরফ জুমা মসজিদ, ছোবহানিয়া আলীয়া মদ্রাসা ময়দান ঈদ জামাত, ৩১৯, আছদগঞ্জ মরহুম রাজা মিয়া সওদাগর বাড়ি ও মাদ্রাসার বিরাট ময়দান, টাইগার পাস কেন্দ্রীয় জামে মসজিদ ও ঈদগাহ ময়দান, ষোলশহর বাংলাদেশ বন গবেষণা ইনষ্টিটিউট (ফরেষ্ট রিসার্স অফিস) জামে মসজিদ, হামজার বাগ হযরত হামজা খাঁ (র.) শাহী জামে মসজিদ ঈদগাহ ময়দান, পাঁচলাইশ হাজী পাড়া অশেকানে আউলিয়া মাদ্রাসা জামে মসজিদ, বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসা ময়দান, বেটারীগলি বায়তুন আজিজ জামে মসজিদ, উত্তর সত্ত্বা গাউছিয়া হাফেজিয়া এতিমখানা ঈদ জামাত, মোহাম্মদপুর মসজিদে বেলাল ইসলামী কমপ্লেক্স ঈদ জামাত, খাতুনগঞ্জ শমসের খান ওয়াকফ জামে মসজিদ ঈদ জামাত, পাথরঘাটা মাদ্রাসাতুল ইসলামীয়া মিছবাহুল উলম মদ্রাসা ময়দান ঈদ জামাত, বান্ডেল রোড হাজী ছুফী ছোবহান সওদাগর ও নুর নাহার বেগম জুমা মসজিদ, বক্সিরহাট হাজী শরিয়ত উল্লাহ সওদাগর জুমা মসজিদ, আসদগঞ্জ জামে মসজিদ (গাছপট্টি), আলকরণ জামে মসজিদ, বংশাল রোড মহল্লা জামে মসজিদ ঈদ জামাত, ফিরিঙ্গীবাজার পীর বদর (র.) আউলিয়া মসজিদ, জিআরপি পুলিশ লাইন ময়দান, পাথরঘাটা মধু বেপারী হাজী নজু মিয়া লেইন জুমা মসজিদ ঈদ জামাত, বংশাল রোড মহলা জামে মসজিদ ঈদ জামাত, বালুরছড়া বায়তুল কাদের মসজিদ ময়দান, মসজিদ-ই-নূর মাদ্রাসা রশিদিয়া হাফেজিয়া এতিমখানা, সদরঘাট পুরাতন পোর্ট কলোনী ঈদ জামাত ময়দান, সিরাজদৌলা রোডস্থ হাজী তবিয়ত খান জামে মসজিদ ও বেটারিগলিস্থ জেআই মাদ্রাসা।

সারাদেশ

২৫ জুন ২০২৪

কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে কারামুক্ত হয়েছেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। আজ সোমবার (২৪

সারাদেশ

২৫ জুন ২০২৪

ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল থেকে গ্যাস পাচ্ছে

জাতীয়

২৫ জুন ২০২৪

পুরান ঢাকার হাকিমপুরী জর্দার ব্যবসায়ী মো. কাউছ মিয়া (৯৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ জুন)