Search
Close this search box.

ঈদের দিনও হবে বৃষ্টি!

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print
EID
বৃষ্টিময় ঈদ…. ফাইল ছবি।

ঈদুল ফিতরের দিন চট্টগ্রামে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেতও দেখিয়ে যেতে বলেছে অধিদপ্তর।

এদিকে, চলতি মাসে স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলেছে আবহাওয়া দপ্তর। এছাড়া দুই-তিনটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে; যার মধ্যে দুয়েকটি নিম্নচাপে রূপ নিতে পারে।
বাংলাদেশে চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর বৃহস্পতিবার। এদিনই হাল্কা থেকে মাঝারী ধরণের বৃষ্টিপাত হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানান আবহাওয়া অধিদপ্তর।

এবার আষাঢ় মাসের শুরুতে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও নগরবাসী গরমে হাসফাঁস করেছে মাঝামাঝি পর্যন্ত; তারপর নগরীতে শুরু হওয়া বৃষ্টির পরিমাণ বেড়েছে প্রতিদিনই।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু মাঝারি ধরনের সক্রিয় থাকায় দেশের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ঈদের দিনও এমন বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে। তিনি বলেন, ‘বর্ষা সক্রিয় থাকায় সকাল অথবা বিকালে বৃষ্টি হচ্ছে কয়েকদিন; পরবর্তী ৭২ ঘণ্টাও তা অব্যাহত থাকতে পারে। ঈদের দিন চট্টগ্রাম, নোয়াখালী এলাকাসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারি বর্ষণের শঙ্কা নেই। ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার পর্যন্ত বৃষ্টিপাতের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। পরে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।

সারাদেশ

২৬ জুলা ২০২৪

নাহিদ ইসলামসহ কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছেন সাদাপোশাকের এক দল ব্যক্তি। তাঁরা

রাজনীতি

২৫ জুলা ২০২৪

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

জাতীয়

১৮ জুলা ২০২৪

সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নন কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। তাদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৮ জুলাই)