চট্টগ্রাম মহানগরী চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় ঈদের দিন বন্ধু রাজুর ছুরিকাঘাতে আহত আরিফ আজ শনিবার দুপুরে মারা গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হামপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো.আরিফ (২২) দুপুরে মারা যান বলে নিশ্চিত করেছেন পুলিশ।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কবির জানান, ‘ঈদুল ফিতরের দিন রাতে লুডু খেলা নিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে রাজু আরিফকে ছুরিকাঘাত করে। তাকে দ্রুত চমেক হাসপাতালে নেয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আজ শনিবার আরিফ মারা যায়।
তিনি জানান, নিহত আরিফ ও খুনি রাজু দুজনই রাজমিস্ত্রীর কাজ করতো, তারা দুজন ঘনিষ্ট্য বন্ধু। আরিফের বাড়ি চান্দগাঁও থানার মোহরায়। নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় ভাড়া বাসায় সে থাকত। বন্ধু রাজুর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। চান্দগাঁওয়ের খরমপাড়া এলাকায় ভাড়া বাসায় রাজু থাকত।
ঘটনার পরপরই রাজু পালিয়ে যায়।
বন্ধুর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো.আরিফ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে আরিফের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা রাজুকে গ্রেফতারে বিভিন্ন স্থানে তল্লাশী চালাচ্ছি।