চট্টগ্রামের উপকূলীয় এলাকা আনোয়ারা উপজেলার গহিরা এলাকা থেকে প্রায় ১০ লাখ ইয়াবা উদ্ধার করেছে কোষ্টগার্ড সদস্যরা। সোমবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ ইয়াবা এবং পাচারকারী দলের দুই সদস্যকে আটক করেছে। উদ্ধার করা ইয়াবার মূ্ল্য বাজার মুল্য ৫০ কোটি ১৮ লাখ ৬শ ৬৬ টাকা।
কোষ্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ক্যাপটেন শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড পূর্বজোনের জনসংযোগ কর্মকর্তা মো.ইমরান বলেন, রাতে গহিরা এলাকায় একটি অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কোস্টগার্ডের অভিযান দল। পরে একই এলাকায় অভিযান চালিয়ে আরও ৯ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে।
বিভিন্ন সুত্রে জানাগেছে, ইয়াবার একটি বড় চালান গতকাল সোমবার বিকালে মিয়ানমার বাংলাদেশ সীমানা দিয়ে স্প্রীড বোট যোগে বঙ্গোপসাগরের প্রবেশ করে। খবর পেয়ে বিজিবির একটি বোটটিকে ধাওয়া করে। কিন্তু বিজিবি তাদের ধাওয়া করে পেরে উঠতে না পেরে কোষ্টগার্ড পূর্বজোনকে জানায়। পরে সাগরে টহলরত কোস্টগার্ডের একটি জাহাজ থেকে স্প্রীডবোট নিয়ে ধাওয়া করে গভীর রাতে আনোয়ারা উপকূল থেকে বিপুল ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় মামলা দায়ের করে আটক দুই মাদক ব্যবসায়ীকে আনোয়ারা থানায় হস্তান্তরর প্রক্রিয়া চলছে।