মসজিদগুলোতে পাঠানো জুমার খুতবাকে নমুনা হিসেবে উল্লেখ করে ইসলামিক ফাউন্ডেশন (ইফা) জানিয়েছে, খুতবা কারো ওপর চাপিয়ে দেওয়া হয়নি কিংবা কারো জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়নি।
জুমার খুতবা সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশনের খুতবা প্রণয়ন কমিটি মঙ্গলবার এক বক্তব্যে এ কথা জানিয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের খুতবা প্রত্যাখ্যান করে গত ১৭ জুলাই হেফাজতে ইসলাম বাংলাদেশ একে ‘ধর্মীয় বিষয়ে অবৈধ হস্তক্ষেপ’ বলে আখ্যায়িত করে তীব্র প্রতিবাদও জানিয়েছে।
খুতবা প্রণয়ন কমিটির আহ্বায়ক ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত বক্তব্যে বলা হয়েছে, ‘দেশের অন্যান্য মসজিদের খতিব ও ইমামগণ যাতে বায়দুল মুকাররম জাতীয় মসজিদের জন্য প্রণীত খুতবা থেকে ধারণা নিয়ে খুতবা উপস্থাপন করতে পারে, এ উদ্দেধ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক দেশের বিভিন্ন মসজিদে শুধুমাত্র নমুনা হিসেবে খুতবা প্রেরণ করা হয়। উক্ত খুতবা কারো ওপর চাপিয়ে দেওয়া হয়নি কিংবা কারো জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়নি।’
উল্লেখ্য দেশব্যাপী সকল মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক জুমার নামাজের খুতবা নির্দিষ্ট করে দেওয়ার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে হেফাজতে ইসলাম এর বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেন।
রবিবার রাতে হেফাজতে ইসলামীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুমার নামাজের খুতবা নির্দিষ্ট করে দেওয়ার সিদ্ধান্তকে ধর্মীয় বিষয়ে সরকারের অবৈধ হস্তক্ষেপ অবিহিত করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে জানান সংগঠনের নেতারা।
এর প্রতিবাদে হেফাজতে ইসলাম আগামী ২৯ জুলাই শুক্রবার ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল কর্মসূচীর ঘোষণা দিয়েছে।