চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগের পদবঞ্চিতদের ডাকা অবরোধ চলাকালে শাটল ট্রেনে হামলা চালিয়েছে ছাত্রলীগের একদল কর্মী। এতে দুই পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে চট্টগ্রামের ষোলশহর স্টেশন পার হওয়ার পর চবিগামী শাটল ট্রেনটিতে হামলার ঘটনা ঘটে।
উদ্ভূত পরিস্থিতিতে শাটল ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ভেতরে-বাইরে বাস চলাচলও বন্ধ রাখা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চবির সদ্যঘোষিত ছাত্রলীগের কমিটিতে পদ না পাওয়া শিক্ষার্থীরা আজ সকাল থেকে অবরোধ শুরু করেন। সকালে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন ষোলশহর স্টেশন পার হচ্ছিল। ওই সময় ২০-২৫ শিক্ষার্থী ট্রেনকে লক্ষ্য করে উপর্যুপরি ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় পাঁচজন আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রেলওয়ে পুলিশ (জিআরপি) কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমাংশু দাস রানা জানান, সকালে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনকে প্রথমে ঝাউতলা স্টেশনে বাধা দেয় ছাত্রলীগের কর্মীরা। এ বাধা কাটিয়ে ষোলশহর স্টেশন ছেড়ে বন গবেষণাগার এলাকায় পৌঁছালে শিক্ষার্থীরা ট্রেনে হামলা চালায়। এরপর বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. কামরুল হুদা জানান, কিছু শিক্ষার্থী অবরোধ কর্মসূচির ডাক দিলেও সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে। তবে শাটল ট্রেন বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ ছাত্রছাত্রীরা শহর থেকে আসতে পারেননি।