চট্টগ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম মোহাম্মদ সিদ্দিক (৪১)। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার বেলা একটা দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য পাহাড়তলী থানার ওয়ারলেস অপারেটর হিসেবে কাজ করেন।
পাহাড়তলী থানার ওসি রনজিত বড়ুয়া জানান ‘পাহাড়তলী থানার নয়াবাজার এলাকার একটি ব্যাংক থেকে টাকা তুলে একটি সিএনজিচালিত অটোরিকশা করে থানায় ফিরছিলেন সিদ্দিক।পথে আরেকটি সিএনজি অটোরিকশা করে তিন ছিনতাইকারী এসে তাকে নামিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এসময় ধস্তাাধস্তির এক পর্যায়ে সিদ্দিককে ছুরি মেরে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের আটকের চেষ্টা চলছে।