Search
Close this search box.

চট্টগ্রামে দুই বাসের সংর্ঘষে নিহত ৪, আহত ৩০

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print
13716081_274208656288237_79559377545692854_n
লোহাগাড়ায় দুর্ঘটনায় কবলিত বাস।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের চট্টগ্রাম এবং স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার সকালে সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এ দুর্ঘটনা ঘটে।

13699971_274208642954905_3549033441847708431_n
লোহাগাড়ায় এভাবে দুটি বাসের মুখোমুখি সংর্ঘষ হয়।

নিহতরা হলেন-নুরুল আলম (৩৫), মো.ইছহাক(৫৫), রিমা (২২) ও তার দু বছর বয়সী শিশু সন্তান নুর আলম।।

এছাড়া আহত কয়েকজন হলেন, মনজুর আলম, খতিজা বেগম, গুরানি বড়ুয়া, ইয়াাছিন, হুমায়ুন, মোহসেনা, নুর নাহার, মো.হোসেন। আহতদের ১১জন চমেক হাসপাতালে কিছু লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন বলে জানাগেছে। এছাড়া দুর্ঘটনার পর আহতদের কেউ কেউ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছে।

হাইওয়ে পুলিশের দোহাজারী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা শাহ আমিন ও স্থানীয় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে উপজেলার চুনতি এলাকায় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ বাসযাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায়। পরে আহতদের ১১ জনকে চমেক হাসপাতালে নেয়ার পর রিমা (২২) নামে এক নারী মারা যান।

পুলিশ জানায়, আহত নিহতরা সবাই বাসযাত্রী। পুলিশ দুর্ঘটনায় কবলিত বাস দুটি উদ্ধার করেছে।

জাতীয়

১৮ জুলা ২০২৪

সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নন কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। তাদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৮ জুলাই)

জাতীয়

১৮ জুলা ২০২৪

কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বসার বিষয়ে সরকারের ইতিবাচক বার্তার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, গুলি আর আলোচনা

জাতীয়

১৮ জুলা ২০২৪

কোটা সংস্কারপন্থিদের আন্দোলনে উত্তাল দেশ। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগের সঙ্গে চলছে পাল্টাপাল্টি ধাওয়া। তারই মধ্যে ধানমনণ্ডির রাপা