বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধ:
চট্টগ্রামের বোয়ালখালীতে শপথ নিতে এসে এক ইউপি সদস্য গণধোলাই ও জুতা পেটার শিকার হয়েছেন। সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের প্রবেশ দ্বারে এ ঘটনা ঘটে।
গণ ধোলাইয়ের শিকার কিশোর ভঞ্জ পোপাদিয়া ইউনিয়নের ৮ নং ওর্য়াডের নির্বাচিত ইউপি সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে সড়কে কৃতি ফুটবলার আজাদ হত্যাকারীদের বিচারের দাবিতে মানব বন্ধন চলছিল। এসময় আজাদ হত্যা মামলা অন্যতম আসামী কিশোর ভঞ্জ শপথ গ্রহণ শেষে বের হলে মানব বন্ধনে অংশ নেয়া আজাদের পরিবার ও লোকজনের তোপের মুখে পড়ে। এ সময় গণধোলাই ও জুতা পেটার শিকার হন তিনি।
পরে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে ইউপি সদস্য অবস্থান নেন। বেলা ১টার দিকে পুলিশি নিরাপত্তায় বের করতে চাইলে আবারো পুলিশের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পরে জনতা। থানার এক প্লাটুন পুলিশ ব্যাপক অবস্থান নিয়ে আটকে পড়া ইউপি সদস্যকে বাড়ি পৌঁছে দেয়।
২০১১ সালে ৩০ অক্টোবর রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের তালতলে একটি শ্যামা পুজার অনুষ্ঠানে গিয়ে কৃতি ফুটবলার আজাদ নৃশংসভাবে খুন হন।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার শাকপুরা, সারোয়াতলী, আমুচিয়া, শ্রীপুর-খরণদ্বীপ ও পোপাদিয়া ইউনিয়নের সংরক্ষিত ১৫জন ও সাধারণ ওয়ার্ডের ৪৫ সদস্য শপথ নেন। শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম। অনুষ্ঠানে অব্যবস্থাপনায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ বসতেই পারেননি। এ জন্য উপজেলা নির্বাহী অফিসার দু:খ প্রকাশ করেন।
এ ব্যাপারে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, শপথ অনুষ্ঠানে পুলিশ চাওয়া হয়নি। তারপরেও পুলিশি তৎপরতায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া হয়নি।