ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে দুই ভিসিসহ ৫ বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

13680828_10207027900599057_6798320873908100829_n
হত্যার হুমকি দিয়ে পাঠানো সেই উড়ো চিঠি।

চট্টগ্রামে বেসরকারী বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ও বুদ্ধিজীবি ড. অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.ইফতেখার উদ্দিন চৌধুরীসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে উড়ো চিঠি দিয়েছে কে বা কারা। আজ বৃহস্পতিবার চিঠিটি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের নগরীর প্রবর্তক মোড়ে শাখায় ডাকযোগে পাঠানো হয়েছে।

ড. অনুপম সেন জানান, একটা চিঠি এসেছে। কে বা কারা পাঠিয়েছে তা জানি না। আমাকে এড্রেস করে পাঠানো চিঠিতে আমি সহ ৫ জনকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এব্যাপারে প্রশাসনকে জানানো হয়েছে বলে উল্লেখ্য করেন তিনি।

কমিউটার কম্পোজ করা এ চিঠিতে লেখা হয়েছে-“চট্টগ্রামে ভারতের প্রধান দালাল ড: অনুপম সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগের প্রধান দালাল ড: ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রামে সাংবাদিকদের প্রধান দালাল রিয়াজ হায়দার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চট্টগ্রামের প্রধান দালাল শওকত বাঙ্গালী, গণজাগরণ মঞ্চের চট্টগ্রামের প্রধান দালাল ড: চন্দন দাশ-

আগামী কোরবানের ঈদ আপনাদের শেষ ঈদ। একাত্তর সাথে মিমাংশিত যুদ্ধাপরাধ নিয়ে আপনাদের অতিরিক্ত বাড়াবাড়ির কারণে ঐ দিনই গরুর সাথে আপনাদের কোরবানী করা হবে।
দেশের মানুষকে বিভ্রান্ত করায় তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত রয়েছে। জীবনের যাবতীয় ইচ্ছা নির্দিষ্ট সময়ের মধ্যে পুরণ করে নেয়ার নির্দেশ দেয়া গেলো। নির্দিষ্ট সময়ের আগেই আমাদের পরিচয় প্রকাশ করা হবে।”

এদিকে প্রাণনাশের হুমকি পাওয়ার কথা স্বীকার করে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার বলেন, এর আগেও একবার দুর্বৃত্তরা আমাকে হুমকি এমনকি আক্রমন করেছিল।
তবে এসব হুমকিতে আমি ভয় পাই না। মৃত্যু তো একদিন হবেই।

বিষয়টি নিয়ে সিএমপি পুলিশ কমিশনার ইকবাল বাহার বলেন, একটি বেনামী উড়ো চিঠি দিয়েছে। তবে কে বা কারা এ চিঠি দিয়েছে কারো নাম পরিচয় উল্লেখ করেনি। আমি তাদেরকে (হুমকি পাওয়া ব্যক্তি) বলেছি থানায় জিডি করতে। তারপর এটা নিয়ে আমরা তদন্ত করে বের করবো কারা এ হুমকি দিয়েছে।

এর আগেও ২০১৫ সালের ২ সেপ্টেম্বর ড. অনুপম সেন এবং দুই আইনজীবিকে হত্যার হুমকি দিয়ে একটি উড়ো চিঠি দেয়া হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের নামে।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print