চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে মো. বেলাল (৩০) নামের অপর এক বন্ধু খুন হয়েছে। বৃহস্পতিবার বিকালে নগরীর লালখান বাজার ঢোবার পাড় এলাকয় এ ঘটনা ঘটে। নিহত মো. বেলাল (৩০) আকবরশাহ থানার বিশ্বকলোনি এলাকার বাসিন্দা।
খুলশী থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, দুপুরে বেলাল তার বন্ধুদের সঙ্গে বসেছিলেন ঢেবার পাড় এলাকায়। সেই বন্ধুদের ছুরিাকাঘাতে বেলাল নিহত হয়। বেলালের শরীরে ছুরিকাঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে।
পুলিশের ধারণা, বেলাল ও তার সঙ্গীরা নেশা করার পর কোনো বিষয় নিয়ে বাক-বিতন্ডার জের ধরে বেলালকে খুন করা হয়। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি বলে জানায় পুলিশ।