বগুড়ার ফুলতলা এলাকার শীর্ষ সন্ত্রাসী নিহত যুবলীগ নেতা শাহিনের সহযোগী আকুল হোসেনকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ফুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়ির পার্শ্বে মাটির গর্ত থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আকুল ফুলতলা এলাকার আজমল হোসেনের ছেলে। যুবলীগ নেতা সাদ্দাম হোসেন বুশ হত্যা মামলার আসামি। নিহত আকুল এলাকায় যুবলীগ নেতা হিসেবে পরিচিত ছিল বলে এলাকাবাসী জানিয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে যেকোন সময় আকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জঙ্গলের গর্তে লাশ ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।
শুক্রবার দুপুরে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। নিহতের শরীরে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। নিহত আকুল ফুলতলা এলাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী দুর্বৃত্তের হাতে নিহত যুবলীগ নেতা শাহীন গ্রুপের সদস্য ছিল। নিহত যুবলীগ নেতা শাহীন ও নিহত স্বেচ্ছাসেবকলীগ নেতা মজুন গ্রুপের বিরোধে এর আগে বেশ কয়েকজন নির্মম হত্যাকা-ের শিকার হয়েছে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মাউসুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে আকুল খুন হয়েছে। খুনের সঙ্গে জড়িতদের সনাক্ত করার কাজ চলছে।