
বাংলাদেশ বৌদ্ধ সমিতি পরিচালিত চট্টগ্রাম বৌদ্ধ বিহারে ধার্মিক উপাসিকা আরতি বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠানে অনিত্য সভা চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. জ্ঞানশ্রী মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্বপন কুমার বড়ুয়ার সঞ্চালনায় প্রয়াত মহিলার আদর্শ ও গুণাবলী বর্ণনা করে বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান জাতীয় বৌদ্ধ নেতা অজিত রঞ্জন বড়ুয়া, শিল্পপতি লায়ন রুপম কিশোর বড়ুয়া, প্রফেসর ডা: প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা: দেবপ্রসাদ বড়ুয়া, সরজিৎ বড়ুয়া রুরু, লোকপ্রিয় বড়ুয়া, আশীষ বড়ুয়া, রূপায়ন বড়ুয়া, দীপন কুমার চৌধুরী, প্রকৌশলী মৃগাংক প্রসাদ বড়–য়া, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, বিমান বিহারী চৌধুরী, রাজীব বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন ব্যাংকার রাখাল চন্দ্র বড়ুয়া। পরিবারের পক্ষ থেকে ব্যাংকার রূপক বরণ বড়ুয়া সূচনা বক্তব্য রাখেন।
প্রয়াত উপাসিকার মরদেহে পুষ্পস্তর্বক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বৌদ্ধ সমিতি যুব, বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন, প্রান্তিক ওয়েলফেয়ার ট্রাস্ট, রিসো কোসে কাই বাংলাদেশ, অনোমা সাংস্কৃতিক গোষ্ঠী, বাংলাদেশ বৌদ্ধ একাডেমী, আনোয়ারা তিশরী গ্রাম, নিউ ইয়ার্থ প্রবাসী, বেপাড়ী পাড়া রত্নাংঙ্কু বিহার।
অনিত্য সভা শেষে নগরীর চাঁন্দগাও বৌদ্ধ মহাশ্মশানে ধর্মীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয়।
উল্লেখ্য প্রয়াত উপাসিকা আরতি বড়ুয়া (৭৬) গত ২৭ জুলাই রাত ১২ টা ২৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নগরীর একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেন।