Search
Close this search box.

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দু গ্রুপের সংর্ঘষ: গুলিবিদ্ধ ৩

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print
13873231_268961883481153_5924844401372062068_n
চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের একাশের মানববন্ধনের সময় সংর্ঘষের ঘটনা ঘটে।

মানববন্ধন পালনকে কেন্দ্র করে চট্টগ্রাম সরকারী কলেজে (চট্টগ্রাম কলেজ) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

13680678_268961033481238_1670709114624201091_n
ছাত্রলীগের সংর্ঘষ চলাকালে পার্শ্ববতি মহসীন কলেজের শিক্ষার্থীদের তাড়িয়ে দিচ্ছেন পুলিশ।

সংর্ঘষে এক পক্ষের ছোঁড়া গুলি ও ককটেল বিস্ফোরণে কলেজের ছাত্রলীগ নেতা মাহমদুর করিমসহ পাঁচজন আহত হয়েছেন। আহত অন্য ৪ জন হলেন, মো. ইলিয়াস সরকার, জীবন, বাপ্পী ও ইমাম। এদের মধ্যে শেষের ৩ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

13872553_1239667709378803_123053507_n
সংর্ঘষ চলাকালে টিনু গ্রুপের এক সন্ত্রাসীকে চট্টগ্রাম কলেজের সামনে পাচার নীচে রাম দা নিয়ে অবস্থান করতে দেখা যায়।

প্রতক্ষ্যদর্শীরা জানায়, রোববার চট্টগ্রাম কলেজে অধিপত্য বিস্তার নিয়ে চকবাজার এলাকার যুবলীগ সন্ত্রাসী টিনু গ্রুপের সাথে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজীম রণি গ্রুপের পূর্ব বিরোধের জের ধরে এ সংর্ঘষ চলছে বেলা সাড়ে ১২টার দিকে।

কলেজে বহিরাগতদের প্রবেশ নিষেধের দাবী এবং ছাত্রলীগ নেতাকর্মীদের উপর টিনু গ্রুপের হামলার প্রতিবাদে রণি গ্রুপ কলেজ এলাকায় মানববন্ধন পালন করতে গেলে অন্য পক্ষ বাধা দেয়। এতে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় টিনুর সন্ত্রাসীরা গুলি চালায় বলে জানান প্রতিপক্ষ গ্রুপ।

টিনু গ্রুপের ছেলেরা রণি গ্রুপকে ধাওয়া দিয়ে কলেজ ক্যাম্পাসে পাঠিয়ে দেয়। এবং বাইরে থেকে তাদের অবরুদ্ধ করে রেখেছে বলে জানান, রণি গ্রুপের কলেজ ছাত্রলীগ নেতা মাহমদুর করিম।

ঘটনাস্থল থেকে চকবাজার থানার ওসি আব্দুল আজিজ বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। পরিস্থিত সামাল দেয়ার চেষ্টা করছে পুলিশ। ওসি জানান, কলেজের ক্যাম্পোসে নয় ক্যাম্পাসের বাইরে দুই দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

 

সারাদেশ

২৬ জুলা ২০২৪

নাহিদ ইসলামসহ কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে গেছেন সাদাপোশাকের এক দল ব্যক্তি। তাঁরা

রাজনীতি

২৫ জুলা ২০২৪

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

জাতীয়

১৮ জুলা ২০২৪

সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নন কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। তাদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৮ জুলাই)