হালদা নদীর ক্রমবর্ধমান দুষণ ঠেকাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় অবস্থিত ম্যাক পেপার ও বোর্ড মিল সাময়িক বন্ধ ঘোষণা করেছে পরিবেশ অধিদপ্তর।
রোববার (২৪ জুন) পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক এ ঘোষণা দেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ম্যাক পেপার অ্যান্ড বোর্ড মিলস এর তরল বর্জ্যে হালদা নদী দূষিত হয়। হালদা নদীর দূষণ রক্ষায় প্রতিষ্ঠানটিকে গত ফেব্রুয়ারির মধ্যে অন্য কোনো শিল্পাঞ্চলে স্থানান্তরের নির্দেশ দিয়েছির পরিবশে অধিদপ্তর।
কিন্তু প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অন্যত্র স্থানান্তর করতে না পারায় ইটিপি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছিল। সম্প্রতি পরিদর্শনে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা ইটিপি নির্মাণের কোনো কার্যক্রম দেখা যায়নি।
অধিদপ্তরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবেশ ছাড়পত্র ও ইটিপি ছাড়া কারখানা চালিয়ে হালদা নদী দূষিত করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৫৫ (সংশোধন, ২০১০) এর ৭ ও ১২ ধারা লঙ্ঘন করায় ম্যাক পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ইটিপি নির্মাণ ও ছাড়পত্র না নেওয়া পর্যন্ত রোববার (২৪ জুন) থেকে বন্ধ ঘোষণা করা হলো।