চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহেদা ইসলাম।
বিসিএস শিক্ষা ক্যাডারের রসায়ন বিভাগের এই অধ্যাপককে প্রেষণে বোর্ড চেয়ারম্যান নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
তিনি চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অধ্যাপক মোহাম্মদ শাহজাহানের স্থলাভিষিক্ত হবেন।
বোর্ড চেয়ারম্যান হিসেবে অধ্যাপক শাহেদা নিজ বেতনের পাশাপাশি পদের সঙ্গে সংযুক্ত ভাতা ও অন্য সুযোগ সুবিধা পাবেন বলে আদেশে বলা হয়েছে।
বর্তমান বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহানের স্থলাভিষিক্ত হবেন অধ্যাপক শাহেদা ইসলাম। আদেশে বলা হয়েছে, নিজ বেতনের পাশাপাশি তিনি পদের সঙ্গে সংযুক্ত ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।