শিক্ষা মন্ত্রণালয় সম্প্রতি এক অফিস আদেশে বাংলাদেশে অনুমোদনহীন ‘পিস স্কুলগুলো’ অবিলম্বে বন্ধ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি এ আহ্বান জানানো হয়।
শিক্ষা মন্ত্রণালয় অপর এক অফিস আদেশে ঢাকার লালমাটিয়ায় অবস্থিত ‘পিস ইন্টারন্যাশনাল স্কুলের’ পাঠদানের অনুমতি বাতিল করার জন্য ঢাকা শিক্ষাবোর্ডকে নির্দেশ দিয়েছে। বিতর্কিত কার্যক্রমে লিপ্ত থাকায় লালমাটিয়ার পিস স্কুলটির পাঠদানের অনুমতি বাতিল করার নির্দেশ দেয়া হয়েছে।
‘পিস’ নামে বাংলাদেশে কতটি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম চলছে সে বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য না থাকলেও ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছিল, রাজধানীর লালমাটিয়ায় পিস স্কুল নামে একটি ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের সাময়িক নিবন্ধনই শুধু দিয়েছেন তারা। বাকিগুলো অননুমোদিত।
সাম্প্রতিক বিতর্কিত ইসলামী বক্তা ও পিস টিভির মালিক জাকির নায়েকের বক্তব্য এবং তার এক অনুসারীর জঙ্গি সম্পৃক্ততার কারণে বাংলাদেশ সরকার পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়।
এরপর পরই দেশের বিভিন্ন জেলায় বন্ধ হয়ে যায় পিস টিভির লোগো (মেনাগ্রাম) সম্বলিত অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান।