চট্টগ্রামে ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রলীগ। গত রবিবার চট্টগ্রাম কলেজের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের সংর্ঘষের জের ধরে স্থানীয় যুবলীগ সন্ত্রাসী টিনু গ্রুপ এ সংবাদ সম্মেলন ডেকেছে। সকাল ১১ টায় চট্টগ্রাম কলেজের লিচু তলায় সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে জানিয়ে সংবাদ পত্রে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতে সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ, মহসিন কলেজ ছাত্রলীগ ও চকবাজার ছাত্রলীগের যৌথ উদ্যোগে রবিবার আয়োজিত জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে হামলাকারী ছাত্রলীগ নামধারী সশস্ত্র সন্ত্রাসী মাহমুদুল করিম, জাহিদ হোসেন সায়মন, জাবেদুল ইসলাম জিতুসহ সশস্ত্র ক্যাডারদের গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের উদ্যোগে দ্বিতীয় দিনের মত সুভাষ মল্লিক সবুজের সভাপতিত্বে ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মোক্তার হোসেন রাজুর সঞ্চালনায় এক বিক্ষোভ মিছিল কলেজের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে লিচু তলায় সমাবেশে মিলিত হয়।
এতে বক্তারা বলেন, শান্তিপূর্ণ জঙ্গিবাদ বিরোধী মানববন্ধনে কারা হামলা করেছে, কলেজের সিসি টিভি ফুটেজ স্পষ্ট প্রমাণ আছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখতে পাই ছাত্রলীগ নামধারী সশস্ত্র সন্ত্রাসী মাহমুদুল করিম, জাহেদ হোসেন সায়মন, জাবেদুল ইসলাম জিতু প্রকাশ্যে পিস্তল দিয়ে গুলি করে মানববন্ধন কর্মসূচি পন্ড করার চেষ্টা চালাচ্ছে। মানববন্ধন কর্মসূচির বিশেষ অতিথি গুলিবিদ্ধ নগর ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন জীবন, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মিজানুর রহমান সহ মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বহিরাগত বলে ঘটনাটিকে নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে।
মূলত এ মানববন্ধন কর্মসূচি বানচাল করার জন্য প্রকাশ্যে দিবালোকে পিস্তল দিয়ে এ হামলা চালানো হয়। এ পিস্তল নগর ছাত্রলীগের এক প্রভাবশালী নেতা তাদেরকে দিয়েছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। আমরা বলতে চাই ঘটনার ২৪ ঘন্টা অতিবাহিত হয়ে মামলা হলেও আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ আসামীদের গ্রেফতার না করে উল্টো কলেজের সাধারণ ছাত্রদের বিভিন্নভাবে হয়রানী করছে। আজ মামলার ৪নং আসামী অস্ত্রধারী সন্ত্রাসী শরীফুল ইসলাম মাহি, কলেজ ক্যাম্পাসে আসলে সাধারণ ছাত্রদের রোসানলে পড়লে পুলিশ সাধারণ ছাত্রদের লাঠিচার্জ করে সন্ত্রাসীদের গ্রেফতার না করে নিরাপদে বাড়ি পৌছে দিয়েছেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও কলেজের সার্বিক পরিস্থিতি নিয়ে আগামীকাল সকাল ১১ টায় কলেজের লিচু তলায় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সকল সাংবাদিক ভাইদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন দুলন চন্দ্র দে, শাহেদ আলম, আদিব, মোঃ মোবারক, সানি দাশ, অভি মুন্না, রাহুল শীল, সুইট মিজান, মোঃ মনির, আনোয়ার আকাশ, জিয়াউদ্দিন আরমান, হাবিবুল আলম, আব্দুল্লাহ আল নোমান, আনিসুজ্জামান আবিদ, মিজানুর রহমান, আবির চৌধুরীর, মিনহাজুল আবেদীন, সুমন শাহরিয়ার, শোয়েব চৌধুরী, মুহিবুর রহমান জীবন প্রমুখ।
উল্লেখ্য চকবাজার এলাকার সন্ত্রাসী বহিরাগত টিনু গ্রুপের সাথে নগর ছাত্রলীগের সাধারণ নম্পাদক নুরুল আজিম রণি গ্রপের মধ্যে অধিপত্য বিস্তার নিয়ে রবিবার ধাওয়া পাল্টা ধাওয়া ও সংর্ঘষ হয়। এতে ৩ জন গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়।