দেশে জ্বালানী তেলের মূল্যে কমার সম্ভাবনা নেই উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ক সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম বলেছেন, বিশ্ববাজারে জ্বালানী তেলের মূল্য কমায় ক্ষতির পরিমান কমিয়ে দেশে জ্বালানী সরবরাহের অবকাঠামো নির্মান করবে সরকার।
রবিবার দুপুরে চট্টগ্রামের ইর্ষ্টান রিফাইনারি দ্বিতীয় ইউনিটের চলমান প্রকল্প পরিদর্শন ও কর্মকর্তাদের সাখে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় সংসদীয় স্হায়ী কমিটির সদস্য স্থানীয় সাংসদ এম এ লতিফ,বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন (বিপিসি)র চেয়ারম্যান মাহামুদ রেজা খান ও ইষ্টার্ন রিফাইনারীর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমদাদুল হক উপস্থিত ছিলেন।
দেশে জ্বালানী তেল বিপননে যমুনা অয়েল কোম্পানীর কর্মকর্তা কর্মচারীদের ২৭ কোটি ২০ লাখ টাকা অনিয়ম ও কোম্পানীর বছরে মুনাফার ১০ শতাংশ সরকারী কোষাগারে জমা না দেয়া সহ উর্দ্বতন কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ করে সুষ্ট ব্যবস্থাপনা নিশ্চিত করার উপর জোর দেন সংসদীয় কমিটি।