চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৩০জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয় ৯৩৫০পিছ ইয়াবা, ১৯৬লিটার মদ, ১টি চাইনিজ কুড়াল, ১টি তলোয়ার, ২টি ছোরা, ৩টি চাপাতি, ১টি রেঞ্জু, ১টি হাতুড়ি ও ৪টি ইসলামী বই । জব্দ করা হয় ৫টি মোটর সাইকেল ও ৪টি সিএনজি, ১টি মিনি ট্রাক ।
সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, সম্প্রতি অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় অপরাধীদের ধরতে জেলা ব্যাপী ব্লক রেইড চলছে। অভিযানে সোমবার দিন ও রাতভর অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৫৯,নিয়মিত মামলঅর ৪ ও জিআর মামলার ১জনকে গ্রেফতার করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় ৮৬টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে সিএমপির জনসংযোগ বিভাগ সূত্রে জানাগেছে, বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রাম নগরীল বিভিন্ন থানাকে থেকে ৬৭ জন আসামী গ্রেফতার করা হয়। মধ্যে জিআর মামলার ৬ জন, সিআর মামলার ১১ জন ও সাজা প্রাপ্ত ০১ জন আসামী রয়েছে।