চট্টগ্রাম মহানগরীর ডিসি হিলের বিশাল একটি গাছ ভেঙ্গে পড়ায় অন্তত ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
প্রতক্ষ্যদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে সাড়ে ৩টার দিকে কোন ধরণের ঝড় তুফান ছাড়াই ডিসি হিলের বিশাল একটি গাছ ভেঙ্গে পড়ে।
রাস্তার উপর আড়াআড়ি ভাবে পড়ে থাকায় বৌদ্ধ মন্দির থেকে নন্দনকানন সড়কে অন্তত ৩ ঘন্টার বেশী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে সিটি কর্পোরেশনের কর্মীরা কেটে ঠুকরো করে সরিয়ে নেয়ার পর সন্ধ্যার দিকে যান বাহন চলাচল শুরু হয়।