আজ ১ সেপ্টেম্বর শনিবার বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি দিনব্যাপি কর্মসূচি পালন করছে।
সকাল ৬ টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১১ টায় বিএনপির প্রতষ্ঠিাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত নগরীর ২ নং গেইটস্থ বিপ্লব উদ্যানে পুস্পস্তবক অর্পন করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, দেশের এক ক্রান্তিলগ্নে আজকের এই দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা করেছিলেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের কথা বলার অধিকার, মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিয়েছিলন। প্রতিষ্ঠার পর থেকে হাটি হাটি পা পা করে বিএনপি আজ বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বর্তমান সরকার বিএনপির জনপ্রিয়তায় ঈশ্বান্বিত হয়ে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে সাজা দিয়ে কারাগারে বন্দি করে রেখেছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি আলহাজ্ব এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, হারুন জামান, সাবেক কমিশনার মাহাবুবুল আলম, অধ্যাপক নুরুল আলম রাজু, ইকবাল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, জাহাঙ্গির আলম দুলাল, কাউন্সিলর আবুল হাসেম, মঞ্জুর আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম চৌধুরী মঞ্জু, কামরুল ইসলাম, প্রচার সম্পদক সিহাব উদ্দিন মুবিন, সহ সাধারণ সম্পদক শাহেদ বক্স, ক্ষুদ্র ও কুটির শল্প বিষয়ক সম্পাদক আব্দুন নবী প্রিন্স, বন্দর থানা বিএনপির সভাপতি মো. হানিফ সওদাগর, চকবাজার থানা বিএনপির সভাপতি সাইফুর রহমান বাবুল, সহ সম্পাদকবৃন্দ মো: ইদ্রিস আলী, মো. শাহজাহান, আজাদ বাঙালী, আবু মুছা, আব্দুল হাই, আবুল খায়ের মেম্বার, সালাহ উদ্দিন লাতু, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাকির হোসেন, নগর বিএনপির সদস্য ইউসুফ সিকদার, আবুল কালাম আজাদ সেলিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মোঃ ইলিয়াস, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, জাহেদ উল্লাহ রাশেদ, মনজুর কাদের, হাজী মো. জাহেদ, সিরাজুল ইসলাম মুনসি, মোঃ হাসান প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি