লায়ন ড. মাহমুদ হাসান এমজেএফ ও লিও মোঃ খলিল উল্লাহ চৌধুরী (সাকিব) কে সংবর্ধনা দিয়েছেন লায়ন্স ক্লাব ফটিকছড়ি।
লায়ন্স ক্লাব অব ফটিকছড়ির প্রাক্তন প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক লায়ন ড. মাহমুদ হাসান এমজেএফ লিও জেলা পরিষদ, লিও জেলা ৩২৫-বি ৪, বাংলাদেশ এর লিও ডিষ্ট্রিক্ট চেয়ারপার্সন এবং লিও মোঃ খলিল উল্লাহ চৌধুরী (সাকিব) লিও ডিষ্ট্রিক্ট প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ সংবর্ধনা প্রদান করা হয়।
লায়ন্স ক্লাব অব ফটিকছড়ির উদ্যোগে সংবর্ধনা সভা নব নির্বাচিত প্রেসিডেন্ট লায়ন মোঃ ইসহাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি ৪, লায়ন শাহ্ আলম (বাবুল) পিএমজেএফ । নবনির্বাচিত সেক্রেটারী লায়ন কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা লায়ন মোহাম্মদ জানে আলম।
এতে বিশেষ অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন মোঃ নাসির উদ্দিন চৌধুরী ও কেবিনেট সেক্রেটারী লায়ন মোঃ ওসমান গণী এমজেএফ,রিজিয়ন চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, জোন চেয়ারপার্সন লায়ন নুরুল আবছার এমজেএফ, জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন আব্দুল গফ্ফার চৌধুরী এমজেএফ, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়াটার্স লায়ন শওকতুল ইসলাম ও লায়ন চৌধুরী শামীম মোস্তফা।