Search
Close this search box.

“ঘুষ চাওয়ার প্রমাণ আমার কাছে আছে”-মেয়র নাছির

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

Ctg-Nasirপ্রকল্প পাশের জন্য মন্ত্রণালয় গাড়ি এবং ঘুষ দাবী করার প্রমাণ রয়েছে এবং ৭ দিনের মধ্যে মন্ত্রণালয়ের ব্যাখার জবাব দিবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগ সেক্রেটারী আ জ ম নাছির উদ্দিন।

তিনি বলেন, “আমি দায়িত্ব নিয়েই কথা বলেছি। প্রমাণ আমার কাছে অবশ্যই আছে”।

শুক্রবার সন্ধ্যায় নগরীতে মুসলিম হলে বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এসব কথা বলেন।

সাংবাদিকরা মেয়র নাছিরকে ঘুষ চাওয়ার কোন প্রমাণ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “সবই তো আছে। আমি কি রাস্তার লোক? আমি তো দায়িত্ব নিয়েই কথা বলেছি। দায়িত্ব নিয়ে কথা বলব।”

এ নিয়ে যারা প্রশ্ন তুলছে, তারা অপরাধীদের আড়াল করার চেষ্টা করছেন কি না-সে প্রশ্নও তিনি তুলেছেন।

তিনি জানান, আজই (শুক্রবার) সকালে ঢাকা থেকে ফিরেছেন। আজ ও কাল (শনিবার) অফিস বন্ধ। অফিসিয়ালি যা করার করবো। উল্লেখ্য গত বুধবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে “নগর সংলাপ” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতেগিয়ে মেয়র নাছির বলেছিলেন, প্রকল্প অনুমোদনের জন্যে একজন যুগ্ম সচিব একটি নতুন পাজেরো জিপ চেয়েছেন। ৫ শতাংশ কেটে রাখার জন্যে রাজি হলে ৮০ কোটি টাকার স্থলে ৩০০-৩৫০ কোটি টাকার তহবিল আনতে পারতেন চসিকের জন্যে।

মেয়রের এ বক্তব্য মিডিয়াতে আসার পর তোলপাড় সৃষ্টি হয়।

পরদিন বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় মেয়র নাছিরের এ বক্তব্যের প্রমাণ দেয়ার জন্য ৭দিনের সময় বেঁধে দিয়ে শোকজ করেন।

মেয়র আ জ ম নাছিরের এ বক্তব্য নিয়ে দলে এবং দলের বাইরে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ নগরবাসী মেয়রের এ বক্তব্যকে সমর্থন জানাচ্ছে।
আলোচনা সমালোচনা প্রেক্ষিতে মেয়র সরকারী দলের এ নেতা বলেন, “এ নিয়ে ‘অন্য কিছুর’ প্রশ্ন কেউ যদি অবতারণা করে; আমি মনে করি, সেটা অপরাধ যারা করেন তাদের রক্ষা করা বা আড়াল করার একটা বিষয়।

অপরাধ যে করে সেটা আমি করলেও আমি অপরাধী। আমি আইনের ঊর্ধ্বে না। যেই করুক, আইনের উর্ধ্বে কেউ না।”

সারাদেশ

২৫ জুন ২০২৪

কুমিল্লায় কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে কারামুক্ত হয়েছেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া। আজ সোমবার (২৪

সারাদেশ

২৫ জুন ২০২৪

ময়মনসিংহ ও নেত্রকোণা জেলায় বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল থেকে গ্যাস পাচ্ছে

জাতীয়

২৫ জুন ২০২৪

পুরান ঢাকার হাকিমপুরী জর্দার ব্যবসায়ী মো. কাউছ মিয়া (৯৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ জুন)